বাংলা হান্ট ডেস্কঃ আবারও তৃণমূল (All India Trinamool Congress) কর্মীদের কাছে হেনস্থা হল বিজেপির (Bharatiya Janata Party) কর্মীরা। এবার অভিযোগ উঠেছে যে, বিজেপি কর্মীরা ত্রান বিতরণে গেলে তাঁদের মারধোর করে তৃণমূল কর্মীরা। এই ঘটনায় পূর্ব মেদিনীপুরের কাঁথির ১ ব্লকের নয়াপুট অঞ্চলে চাঞ্চল্য ছড়িয়েছে। আক্রান্ত বিজেপি কর্মী অভিজিৎ সামন্ত নয়াপুটের তৃণমূল অঞ্চল প্রধান অসিত গিরি এবং তাঁর অনুগামীদের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছে।
প্রাপ্ত খবর অনুযায়ী, একদা অভিজিৎ সামন্তও তৃণমূল কর্মী ছিলেন, পরে দলবদল করে তিনি বিজেপিতে যোগ দেন। আর আজ তিনি আমফান দুর্গতদের লুঙ্গি, কাপড় এবং রেশন সামগ্রী বিতরণ করছিলেন। সেখানেই অসিত গিরি দলবল নিয়ে হামলা চালায় বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দা জানান, ভোলা নামের একজন বিজেপি কর্মী অভিজিৎ সামন্তের লুঙ্গি খুলে নিয়ে পালায়। এরপর কোনওরকমে কলাপাতা দিয়ে লজ্জা নিবারণ করে সেখান থেকে প্রাণ বাঁচিয়ে দৌড়ে পালান অভিজিৎ বাবু।
তৃণমূলের আক্রমণে গুরুতর আহত হয়েছেন বিজেপির কর্মী অভিজিৎ সামন্ত। ওনাকে কাঁথি মহাকুমা হাসপাতালে ভরতি করানো হয়েছে। সেখানেই ওনার চিকিৎসা চলছে। বিজেপির নেতৃত্বরা জানায়, এই ঘটনার প্রতিবাদে দিন কয়েকের মধ্যেই প্রতিবাদ কর্মসূচী পালন করা হবে। যদিও, বিজেপির সমস্ত অভিযোগ খারিজ করে দিয়েছে তৃণমূল।
তৃণমূলের অঞ্চল প্রধান অসিত গিরি জানিয়েছেন, অভিজিৎ সামন্ত মিথ্যে কথা বলছেন। এই ঘটনায় তৃণমূলের কোনও নেতা কর্মী জড়িত নয়। অসিত বাবু এও জানান যে, গণ্ডগোলের সময় তিনি এলাকাতেই উপস্থিত ছিলেন না। অসিত বাবু পাল্টা অভিযোগ করে বলেন, বিজেপির কর্মী অভিজিৎ সামন্ত তৃণমূলের কর্মীর মাথা ফাটিয়ে দেয়, এরপর আমি এলাকায় যাই।