সরকারের অস্বস্তি বাড়িয়ে বাংলায় ‘দ্য বেঙ্গল ফাইলস’? বঙ্গ বিজেপির বিশেষ উদ্যোগে গুরুদায়িত্ব রূপা-রুদ্রনীলের কাঁধে!

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : সদ্য মুক্তি পেয়েছে বিবেক অগ্নিহোত্রী পরিচালিত ‘দ্য বেঙ্গল ফাইলস’ (The Bengal Files)। মুক্তির আগে থেকেই বিতর্কের কেন্দ্রে রয়েছে ছবিটি। সম্প্রতি সমগ্র দেশে দ্য বেঙ্গল ফাইলস মুক্তি পেলেও বাংলায় কোনও হলেই চলতে দেখা যাচ্ছে না ছবিটি। এমতাবস্থায় এবার বড় উদ্যোগ নিল বঙ্গ বিজেপি। রাজ্যে সমান্তরাল চলচ্চিত্র উৎসব শুরু করতে চলেছে গেরুয়া শিবির। এ রাজ্যেও বেঙ্গল ফাইলস (The Bengal Files) দেখানোর জন্য এটা ‘কৌশলী’ উদ্যোগ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

দ্য বেঙ্গল ফাইলস (The Bengal Files) দেখাতেই বিশেষ উদ্যোগ বঙ্গ বিজেপির?

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব চলছে বহু বছর ধরেই। এবার তার পাল্টা আরও এক চলচ্চিত্র উৎসব বঙ্গ বিজেপি শুরু করতে চলেছে বলে জানা যাচ্ছে। দেশ বিদেশের বিভিন্ন ছবির পাশাপাশি সেখানে আঞ্চলিক বাংলা ছবিও প্রদর্শিত হবে বলে শোনা যাচ্ছে। আর এখানেই দ্য বেঙ্গল ফাইলস (The Bengal Files) দেখানোর আয়োজন হতে পারে বলে খবর সূত্রের।

BJP west bengal reportedly taking big step to show the bengal files in the state

গুরুদায়িত্ব পেলেন রূপা-রুদ্রনীল: জানা যাচ্ছে, এই চলচ্চিত্র উৎসব আয়োজনের ক্ষেত্রে দায়িত্ব দেওয়া হয়েছে রূপা গঙ্গোপাধ্যায় এবং রুদ্রনীল ঘোষকে। কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্তেই এই উদ্যোগ বলে জানা যাচ্ছে। এর জন্য শহরের একাধিক কেন্দ্রীয় সরকারের প্রেক্ষাগৃহ ভাড়া নেওয়া হবে বলে জানা যাচ্ছে। জাতীয় এবং আন্তর্জাতিক মানের পরিচালকরাও সেখানে উপস্থিত থাকবেন বলে শোনা যাচ্ছে।

আরও পড়ুন : ছৌ নাচের উচ্চারণ কিনা ‘ছাউ’! দেবের নায়িকার কীর্তিতে ছিছিক্কার, বিপাকে পড়তেই ‘নজিরবিহীন’ জবাব ইধিকার

কী বললেন রুদ্রনীল: উল্লেখ্য, দ্য বেঙ্গল ফাইলস (The Bengal Files) এর ট্রেলার লঞ্চ অনুষ্ঠানেও উত্তেজনা ছড়িয়েছিল। শহরের পাঁচতারা হোটেলে ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে বাধা আসার অভিযোগ উঠেছিল। ছবি (The Bengal Files) মুক্তির পরেও দেখা গেল বাংলার কোনও হলেই তা চলছে না। এ বিষয়ে রুদ্রনীল বলেন, ‘এরা আমাদের অন্যায় বা ভুলগুলিকে মেনে নেয় না বলে এরা বাদ। এমন করতে গেলে তো অর্ধেক পশ্চিমবঙ্গবাসীই বাদ হয়ে যাচ্ছে। একটা মানুষের রিলিফের তো জায়গার দরকার রয়েছে। সেই উইন্ডোটা খুলে দিতেই এই উদ্যোগ’।

আরও পড়ুন : পুজোয় পাতে ইলিশ পড়বে না, তা কি হয়? ঠাকুরবাড়ির স্পেশ্যাল রেসিপিতে রাঁধুন এই পদ, মুখে লেগে থাকবে স্বাদ

রাজনৈতিক মহলের মতে, শুধুই সাংষ্কৃতিক দিক দিয়ে নয়, রাজনৈতিক ক্ষেত্রেও ইঙ্গিতবাহী হতে চলেছে বঙ্গ বিজেপির এই উদ্যোগ। এমতাবস্থায় সত্যিই কি রাজ্যে দেখানো হবে দ্য বেঙ্গল ফাইলস? উত্তরের অপেক্ষায় আমজনতা।