বাংলাহান্ট ডেস্ক : পূর্ব মেদিনীপুর জেলায় সমবায় ভোটে দেখা গেল সর্বত্রই সবুজ ঝড়। শুধুমাত্র ভগবানপুরেই যেন ঘটে গেল উলটপুরাণ। জেলার প্রায় সর্বত্র সমবায়ে তৃণমূলের জয়জয়কার হলেও ভগবানপুর সমবায়ে কার্যত ভরাডুবি হল ঘাসফুলের। এই একটি সমবায়ে বিজেপির (BJP) কাছে কার্যত গোহারা হেরেছে তৃণমূল।
ভগবানপুর সমবায় দখলে রাখল বিজেপি (BJP)
পূর্ব মেদিনীপুরের ভগবানপুর বিধানসভার ভগবান-২ ব্লকের কুঞ্জপাড়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির পরিচালক মণ্ডলীর নির্বাচন ছিল বৃহস্পতিবার। নির্বাচনে মোট ৯ টি আসনের সবকটিতেই বিজেপির (BJP) জয়জয়কার দেখা গিয়েছে। প্রতিটি আসনেই জয়লাভ করেছে বিজেপির প্রার্থীরা।
দীর্ঘদিন পর ভোট হল এই সমবায়ে: যেমনটা জানা গিয়েছে, এই সমবায় ইটামগরা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত। আগে এই সমবায়টি তৃণমূলের দখলে থাকলেও এবার এর দখল নিয়েছে বিজেপি (BJP)। গেরুয়া শিবির অভিযোগ এনেছে, এই সমবায়ে শেষ ভোট হয়েছিল ২০১১ সালে। তারপর থেকে আর ভোট হয়নি এই সমবায়ে। এতদিন গায়ের জোরে বোর্ড চালানোর অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে। কিন্তু চলতি বছর এই সমবায়ে ভোট ঘোষণা হয়। আর তারপরেই তৃণমূলকে কার্যত গোহারা হারিয়ে সমবায়ের দখল নেয় বিজেপি (BJP)।
আরো পড়ুন : পূর্ণমের ‘ঘর ওয়াপসি’, পাকিস্তানে আটক হওয়ার এক মাস পর বাড়ি ফিরছেন BSF জওয়ান, আনন্দে ভাসছে পরিবার
বিপুল ভোটে জেতে বিজেপি: জানা যাচ্ছে, এই সমবায়ে মোট ৪৬২ ভোটারের মধ্যে বৃহস্পতিবার ভোট পড়েছে মোট ৩৯৭ টি। এদিন সকাল ১০ টা থেকে বিকেল ৩ টে পর্যন্ত ভোট পর্ব চলে। তারপর গণনা হতেই দেখা যায় বিপুল ভোটে জয়লাভ করেছে বিজেপি (BJP)। উল্লেখ্য, পূর্ব মেদিনীপুর জেলার প্রায় সর্বত্র তৃণমূল জয়লাভ করেছে। শুধু ভগবানপুর নিজেদের দখলে রেখেছে বিজেপি।
আরো পড়ুন : বাংলা থেকে বোসের বিদায়! নতুন রাজ্যপাল হচ্ছেন সুপ্রিম কোর্টের ‘বিতর্কিত’ প্রাক্তন বিচারপতি বেলা ত্রিবেদী?
এ বিষয়ে স্থানীয় বিজেপি বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি কর্মী সমর্থক এবং জয়ী প্রার্থীদের শুভেচ্ছা জানিয়ে কটাক্ষ করেছেন তৃণমূলকে। তাঁর কথায়, সাধারণ মানুষ বুঝতে পেরেছে যে তৃণমূলের হাতে যদি বোর্ড থাকে তবে এই সমবায় সুরক্ষিত থাকবে না। তাই বিজেপির হাতে এই সমবায় তুলে দিয়েছে মানুষ। এই রায় বুঝিয়ে দিয়েছে, সন্ত্রাস দিয়ে মানুষের মন জয় করা সম্ভব নয়।