বাংলা হান্ট ডেস্কঃ এদিন সকাল হতেই এলাকায় তৃণমূল (Trinamool Congress) কর্মীর বাড়িতে ঘটে যায় বোমা বিস্ফোরণ। বিস্ফোরণের কারণে তৎক্ষণাৎ বাড়ির একাংশ উড়ে যায়। মুহূর্তের মধ্যে চাঞ্চল্য ছড়ায় দাঁতন এলাকায়। বিস্ফোরণের ঘটনায় বর্তমানে তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তুলেছে বিজেপি (BJP)। ঘটনাস্থলে হাজির হয়েছে পুলিশ। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়ে গিয়েছে।
ঘটনার কেন্দ্রস্থল পশ্চিম মেদিনীপুরের দাঁতন থানা সংলগ্ন খন্ডরুই এলাকা। এলাকায় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত তাহের মল্লিকের বাড়িতে এদিন বিস্ফোরণের ঘটনা ঘটে। রবিবার বেলা ১১ টার সময় আচমকা তীব্র শব্দে কেঁপে উঠে গোটা এলাকা। তৃণমূল কর্মীর বাড়ির একাংশ উড়ে যায় বলে খবর। এই ঘটনায় একজন আহত হয়েছেন, তবে হতাহতের কোন খবর নেই। সম্পূর্ণ ঘটনার দরুণ ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে এলাকাবাসী। পরবর্তীতে স্থানীয় থানায় খবর দেওয়া হলে ঘটনাস্থলে হাজির হয় বিশাল পুলিশ বাহিনী। পুলিশের একাধিক শীর্ষকর্তারাও ঘটনাস্থলে এসে পৌঁছান। বর্তমানে সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু হয়ে গিয়েছে। কি কারনে এই বিস্ফোরণের ঘটনা, তা খতিয়ে দেখছে পুলিশ।
এক্ষেত্রে বাড়িতে মজুত করে রাখা বোমা ফেটেই বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে অনুমান। এই ঘটনা প্রসঙ্গে বিজেপি নেতা অরূপ দাস জানান, “কয়েক বছর আগে এই তৃণমূল কর্মীর নাম একটি বোমা বিস্ফোরণের ঘটনায় জড়ায়। আজকে আবার তার বাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।”
তবে বিজেপির অভিযোগ প্রসঙ্গে ঘাসফুল শিবিরের দাবি, “বিজেপি সব সময় শুধু অভিযোগ করে চলে। ওদের সব প্রশ্নের উত্তর দেওয়া হবে না। একটি বাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনা ফেটেছে বলে আমাদের দিকে অভিযোগের আঙুল তুলে দিয়েছে। কিন্তু এ ঘটনায় আমাদের দলের কোন কর্মী জড়িত নেই।”