সাঁওতালি ভাষায় পঠনপাঠনের দাবিতে বিক্ষোভ! রাজ্য সড়ক অবরোধ করে আন্দোলন আদিবাসী সংগঠনের

বাংলা হান্ট ডেস্কঃ সাঁওতালি ভাষায় (Saotali language) পঠনপাঠনের দাবিতে উত্তপ্ত হয়ে উঠল পশ্চিম মেদিনীপুরের (Paschim Medinipur) বিক্ষিপ্ত এলাকা। জেলাজুড়ে বিক্ষোভে সামিল স্থানীয় আদিবাসী সংগঠন। বুধবার সকাল থেকেই ক্ষীরপাই হালদারদিঘী ও দাসপুরে পথ অবরোধ (Blockade) করে চলে বিক্ষোভ প্রদর্শন। রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় ভারত জাকাত মাঝি পারগানা মহল আদিবাসী সংগঠন।

অন্যদিকে বিক্ষোভের জেরে এদিন সকাল থেকে অবরুদ্ধ রাজ্য সড়ক। আটকে দক্ষিণবঙ্গের বিভিন্ন দূর পাল্লা যাত্রীবাহী ও পণ্যবাহী গাড়ি। সংগঠন তরফে বলা হয়েছে, আপাতত ১২ ঘন্টার জন্য বনধ চলবে। তবে সরকার দাবি না মানলে অনির্দিষ্টকালের জন্য অবরোধ সামিল হবেন তাঁরা।

প্রথম অবস্থায় বুধবার সকাল ৬ টা থেকে বিকাল ৬ টা পর্যন্ত গোটা রাজ্য জুড়ে ১২ ঘণ্টা পথ অবরোধের ডাক দিয়েছে আদিবাসীদের বৃহৎ সংগঠন ভারত জাকাত মাঝি পারগানা মহল। সরকারের কাছে নিজেদের দাবি নিয়ে আজ পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমায় চন্দ্রকোণার ক্ষীরপাই হালদারদিঘি মোড়ে ঘাটাল-চন্দ্রকোণা ও ক্ষীরপাই-আরামবাগ রাজ্যসড়ক অবরোধে নেমেছেন সংগঠনের নেতা কর্মীরা।

কী কী দাবি নিয়ে এই বিক্ষোভ? সরকারের কাছে মোট ১২ দফা দাবি দাওয়া নিয়ে রাজ্য জুড়ে ১২ ঘণ্টা পথ অবরোধের ডাক দিয়েছে আদিবাসী সংগঠন। তাঁদের তরফে প্রকাশিত ১২ দফা দাবিগুলোর অন্যতম হল ‘বীরভূমের দেওচা পাচামি’তে কয়লা খনি প্রকল্প বাতিল করা, এসসি-এসটি আইডেনটিফিকেশন সংশোধনি প্রত্যাহার করা, প্রস্তাবিত ফরেস্ট কনজারভেশন রুল ২০২২ বাতিল করা, অবিলম্বে পৃথক সাঁওতালি শিক্ষা বোর্ড গঠন করা-সহ একাধিক দাবি দাওয়া।

অন্যদিকে, সাতসকালে রাজ্যসড়কে ব্যাপক বিক্ষোভ, অবরোধের জেরে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে সমস্ত জায়গায়। কোনোরকম বিস্তৃঙ্খলা এড়াতে বিভিন্ন অবরোধস্থলে মোতায়েন রয়েছে বিশাল পুলিশবাহিনী। তবে সংগঠন তরফে জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত পরিবহনকে ছাড় দেওয়ার কথা জানানো হয়েছে।

protest

আদিবাসি সংগঠনের দাবি, বহু দিন থেকে তাঁদের ১২ দফা দাবি জানানো হয়েছে সরকারকে। তবে তাঁদের দাবি পূরণে সরকার কোনও উদ্যোগ না নেওয়ায় রীতিমতো বাধ্য হয়েই রাজ্য কমিটির ডাকে ১২ ঘণ্টা রেল ও পথঅবরোধের ডাক দিয়েছেন তাঁরা। তাঁদের দাবি সরকার না মানলে এই আন্দোলন অনির্দিষ্টকাল পর্যন্ত চলতে পারে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর