কঙ্গনার অফিসের পর এবার অমিতাভ বচ্চনের বাড়ি ভাঙতে চলেছে BMC

বাংলা হান্ট ডেস্কঃ এর আগে বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতের (Kangana Ranaut ) মুম্বাইয়ের বাংলো ভাঙাকে কেন্দ্র করে সমালোচনার মুখে পড়তে হয়েছিল বিএমসিকে (BMC)। যদিও তাদের দাবি ছিল এটা আসলে অনৈতিক সম্পত্তি। কিন্তু আদালতে সেই দাবি ধোপে টেকেনি। যার জেরে আপাতত কঙ্গনাকে ক্ষতিপূরণ দিতে হবে পুরসভা কর্তৃপক্ষকে। এরই মাঝে ফের একবার অমিতাভ বচ্চনের বাংলো ‘প্রতীক্ষা’ ভাঙা নিয়ে সরগরম হয়ে উঠল রাজ্য রাজনীতি।

‘প্রতীক্ষা’ বচ্চন বংশের প্রথম বাড়ি। এখানেই নিজের জীবন অতিবাহিত করেছেন অমিতাভের (Amitabh Bacchan) বাবা তথা বিখ্যাত কবি হরিবংশ রাই বচ্চন (Harivansh Rai Bachchan) এবং অমিতাভের মা তেজী বচ্চন। শ্বেতা, অভিষেকের বিবাহের অনুষ্ঠানও সম্পন্ন হয়েছিল এই ‘প্রতিক্ষা’তেই। তাই স্বাভাবিকভাবেই এই বাড়ি জুড়ে রয়ে গেছে বচ্চন পরিবারের বহু স্মৃতি। কিন্তু পুরসভার মতে রাস্তা সম্প্রসারণের কাজে বাধা হয়ে দাঁড়াচ্ছে এই বাড়ির বেশ কিছু অংশ। যার জেরে কিছু অংশ ভেঙে ফেলা ছাড়া উপায়ান্তর নেই।

২০১৭ সালে বৃহৎ মুম্বাই পুরসভার পক্ষ থেকে বচ্চন পরিবারকে লিখিত চিঠি দিয়ে জানানো হয়েছিল সন্ত দানেশ্বর মার্গ রোডের সম্প্রসারণের কাজের জন্য বাধ্য হয়ে প্রতীক্ষার বেশকিছু অংশ ভেঙে ফেলতে হবে। কিন্তু প্রায় চার বছর কেটে গেলেও এখনও সেই কাজ হয়নি। এই নিয়েই এবার প্রশ্ন তুলেছেন কংগ্রেস কাউন্সিলর তথা আইনজীবী তুলিপ বরীয়ান। তার পরিষ্কার প্রশ্ন, ২০১৭ সালে যখন নোটিশ দেওয়া হয়েছে তখন এখনও পর্যন্ত বাড়ি ভাঙার কাজ শুরু হয়নি কেন? শুধুমাত্র অমিতাভ বচ্চন বলেই কি রাস্তা সম্প্রসারণের কাজ বন্ধ রয়েছে?

মুম্বাই সাবার্বান কালেক্টর সিটি সার্ভে অফিসিয়ালদের এর আগেই বাড়ির কতটা অংশ ভাঙতে হবে তা নিয়ে রিপোর্ট দেবার কথা জানানো হয়েছিল। কিন্তু এত দিন কেটে গেলেও কাজের গতি অত্যন্ত ধীর। অথচ সাধারণ মানুষের ক্ষেত্রে হলে বাড়ি ভাঙতে একটুও সময় নিত না প্রশাসন। পুর আইনেও বলা হয়েছে রাস্তা সম্প্রসারণের প্রয়োজনে নোটিশ জারি হলে দ্বিতীয় আবেদনের কোন প্রয়োজন পড়ে না। কিন্তু তবু কেন এগোচ্ছে না কাজ এই নিয়ে এবার প্রশ্নের মুখে পড়ল বিএমসি।

 


Abhirup Das

সম্পর্কিত খবর