রবিবাসরীয় সকালে কলকাতায় বোমাতঙ্ক! হরিদেবপুরে ভ্যাট পরিষ্কার করতে গিয়ে উদ্ধার ‘বোমা’!

বাংলা হান্ট ডেস্ক: ছুটির দিনে খাস কলকাতায় (Kolkata) ফের বোমাতঙ্ক। রবিবার সাতসকালে বোমা মিলল হরিদেবপুরে (Haridevpur)। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় থানায়। পুলিশ এসে ওই বস্তুটিকে উদ্ধার করে জলের বালতিতে রেখেছে। ঘটনাস্থলে পৌঁছেছে বম্ব স্কোয়াডে (Bomb Disposal Squad)।

জানা গিয়েছে, রবিবার সকালে হরিদেবপুরের ব্যানার্জি পাড়ার বকুলতলা মোড়ে প্রতিদিনের মতো এদিনেও ঝাঁট দিতে আসেন। তখনই ভ্যাটের মধ্যে কিছু জড়ানো বস্তু দেখতে পান পুরসভার সাফাই কর্মীরা। এরপর দেখা যায় ব্যাটারি ও তারযুক্ত বস্তু রয়েছে। যা দেখে কার্যত চক্ষু চড়কগাছ হয়ে যায় তাঁদের। ভয় পেয়ে যান তাঁরা। তড়িঘড়ি খবর দেওয়া হয় হরিদেবপুর থানায় (Haridevpur Police Station)। খবর পেয়ে পুলিশ এসে ওই বস্তুটিকে উদ্ধার করে জলের বালতিতে রেখেছে। খবর দেওয়া হয়েছে বম্ব ডিসপোজাল স্কোয়াডে। পুলিশ প্রাথমিকভাবে বস্তুটিকে বম্ব বলেই মনে করছে। তবে ওই সন্দেহজনক বস্তুটি সবচেয়ে আদৌ কী, তা বম্ব স্কোয়াডই নিশ্চিত করবে। আপাতত ওই এলাকা ঘিরে রেখেছে পুলিশ। বম্ব স্কোয়াড কাজ শুরু করেছে।

উল্লেখ্য, যে স্থানে বোমাটি মিলেছে সেই জায়গা এমজি রোড (M.G Road) সংলগ্ন এলাকা। প্রচুর মানুষ ওই জায়গা থেকে যাতায়াত করেন। স্বাভাবিকভাবেই যদি কোনও বোমা বিস্ফোরণ হত, তাহলে বড়সড় দুর্ঘটনা ঘটে যেত বলে মনে করা হচ্ছে।

bomb haridevpur

উল্লেখ্য, বেশ কয়েকদিন আগেই হরিদেবপুর থেকে বোমা উদ্ধার করেছিল পুলিশ। ফের একই ঘটনা। ছুটির দিনের সকালে এই ঘটনায় তীব্র আতঙ্কে ওই এলাকার বাসিন্দারা। খাস কলকাতায় এত বোমা কোথা থেকে আসছে তা নিয়ে পুলিশের কপালে চিন্তার ভাঁজ পড়ছে।

Monojit

সম্পর্কিত খবর