বাংলা হান্ট ডেস্ক: সরকারি টেলিকম সংস্থা BSNL (Bharat Sanchar Nigam Limited) অত্যন্ত সস্তার রিচার্জ প্ল্যানের মাধ্যমে গ্রাহকদের এখনও আকৃষ্ট করে। যদিও, সামগ্রিকভাবে নেটওয়ার্ক কানেক্টিভিটির দিক থেকে এই সংস্থা Jio, Airtel এবং Vi-এর থেকে অনেকটা পিছিয়ে রয়েছে। এমতাবস্থায়, BSNL-এর ব্যবহারকারীরা দীর্ঘদিন ধরেই 4G পরিষেবা চালুর জন্য অপেক্ষা করছেন। এদিকে, আপনিও যদি BSNL সিম ব্যবহার করে থাকেন এবং 4G কানেক্টিভিটির জন্য অপেক্ষা করছেন সেক্ষেত্রে আপনার জন্য রয়েছে বড় সুখবর। কারণ, আপনার এই অপেক্ষার শীঘ্রই অবসান ঘটতে চলেছে।
উল্লেখ্য যে, BSNL-এর 4G পরিষেবা চালু করার বিষয়ে প্রায়শই বিভিন্ন শহর থেকে আপডেট আসতে থাকে। এই সংস্থাটি বিভিন্ন শহরে 4G পরিষেবার ফেজ ওয়াইজ টেস্টিং করছে এবং শীঘ্রই ব্যবহারকারীরা BSNL 4G পরিষেবা পেতে পারেন। যার ফলে গ্রাহকেরা হাই স্পিড ইন্টারনেট ব্যবহার করতে সক্ষম হবেন।
এদিকে, সাম্প্রতিক খবর অনুযায়ী BSNL রাজস্থানের কিছু শহরে 4G নেটওয়ার্ক পরীক্ষা করছে এবং উত্তরপ্রদেশের একাধিক শহরেও এই পরীক্ষা শুরু করেছে। এমন পরিস্থিতিতে যোধপুরে 4G পরিষেবা সংক্রান্ত একটি বৈঠক চলাকালীন, সংস্থার বিজনেস এরিয়া জেনারেল ম্যানেজার এন আর বিষ্ণোই জানিয়েছেন যে, BSNL 4G পরিষেবা শীঘ্রই যোধপুরে শুরু হবে।
আরও পড়ুন: বিজেপি নাকি কংগ্রেস? লোকসভা নির্বাচনে কার হয়ে লড়বেন যুবরাজ? অবশেষে জানিয়ে দিলেন মনের কথা
সিম আপগ্রেডেশনের কাজ শুরু হয়েছে: পাশাপাশি, ওই আধিকারিক আরও জানিয়েছেন যে, BSNL 4G পরিষেবা শুরু করার ক্ষেত্রে ব্যবহৃত সমস্ত সরঞ্জামই দেশীয়। তিনি জানান, ব্যবহারকারীদের সিম 4G-তে আপগ্রেড করার কাজও শুরু হয়েছে। সিম আপগ্রেড করার পর, ব্যবহারকারীরা তাঁদের হ্যান্ডসেটে হাই স্পিড ইন্টারনেটের সুবিধা পাবেন।
আরও পড়ুন: আম্বানির টান বলে কথা! PSL ছেড়ে ভারতে উপস্থিত এই তারকা খেলোয়াড়, মুখ পুড়ল পাকিস্তানের
এই প্রসঙ্গে জানিয়ে রাখি, BSNL চলতি বছর অর্থাৎ ২০২৪ সালের শেষ নাগাদ ভারত জুড়ে 4G পরিষেবা চালু করার লক্ষ্য নিয়েছে এবং সংস্থাটি ২০২৫-এর শুরুতে 5G নেটওয়ার্ক নিয়েও কাজ করবে। আর এই লক্ষ্যেই দ্রুত কাজ করছে ওই সংস্থা। উল্লেখ্য যে, 4G সার্ভিস সংগঠিত করার জন্য, ওই সংস্থাটি TCS এবং ITI-কে প্রায় ১৯,০০০ কোটি টাকার অর্ডার দিয়েছে বলেও জানা গিয়েছে।