বাংলা হান্ট ডেস্ক : লাইক, কমেন্ট, শেয়ার টিকটক, হ্যাঁ সবগুলোই এখন ফেসবুক নামটার সাথে যেন একটা সম্বন্ধ করে ফেলেছে। মানুষ যেন রিমোট হাতেও লাইক এর বোতামটা খুঁজে বেড়ায়। তার কারণ একটাই মানুষের সেই জীবনের কিছু অংশ ফেসবুক যেন নিজের ঘরে তুলে নিয়েছে। আর এর জন্য মানুষ নিজের ব্যাবসায়িক দিক গুলো কোন কোন সময় ফেসবুকের অন্তরালে চালিয়ে যাবার চেষ্টা করছে।কিন্তু ফেসবুক প্রতিনিয়ত নজর রাখছে তার সমস্ত কর্মকান্ডের ওপর। আর যার প্রভাব স্বরূপ পড়েছে এইকোপ।
ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, ব্যবসায়িক কাজে ব্যবহৃত বিভিন্ন পেজের কর্তৃপক্ষ যেসব পোস্টের জন্য ফেসবুককে অর্থ প্রদান করবে সেখানেই ৬ শতাংশ হারে মালয়েশিয়ার সরকারকে ট্যাক্স প্রদান করতে হবে। তবে সাধারণ ফেসবুক ব্যবহারকারীদের কোনো ট্যাক্স প্রদান করতে হবে না।
কোনো ফেসবুক ব্যবহারকারী যদি বিজনেস ম্যানেজমেন্ট সিস্টেম চালু করে, পোস্ট বুস্ট করে শুধু তখনই এই ট্যাক্স প্রযোজ্য হবে। আর যারা বিজনেস ফেসবুক ব্যবহারকারী তাদেরকে ৬ শতাংশ হারে প্রতিটি পোস্টের জন্য মালয়েশিয়ার সরকারকে দিতে হবে। এমন নিয়মেই নড়েচড়ে বসেছে সেখানকার সাধারণ মানুষ তবে কবে সেটা ভারতেও লাগু হবে তা বলা যাচ্ছে না।
আসছে জানুয়ারি থেকে মালয়েশিয়ায় ফেসবুক ব্যবহারকারীদের সরকারকে ট্যাক্স দিতে হবে। তাও আবার শতকরা ৬ শতাংশ হারে! ইতোমধ্যে মালয়েশিয়ার ফেসবুক ব্যবহারকারীদের ই-মেইল প্রদান করেছে ফেসবুক কর্তৃপক্ষ। তবে সেটা সাধারন ব্যবহারকারীদের জন্য নয়। তবে সাবধান! যদি আপনিও বেশি ফেসবুক প্রেমী হয়ে থাকেন তবে এখন থেকে ব্যবহারটা একটু কমান। নইলে ট্যাক্স করলে সেদিন কিন্তু পকেটের অনেক টাকা গুনতে হবে আপনাকে।