‘আমায় দায়িত্ব দিলে…’! BJP-তে যোগ দিচ্ছেন হাই কোর্টের বিচারপতি চিত্তরঞ্জন দাশ? মুখ খুলতেই তোলপাড়!

বাংলা হান্ট ডেস্কঃ কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) বিচারপতির পদ থেকে অবসর নিয়েই রাজনীতির ময়দানে নেমে পড়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিজেপির টিকিটে তমলুক লোকসভা কেন্দ্র থেকে প্রার্থীও হয়েছেন তিনি। এই নিয়ে বিস্তর জলঘোলা হয়েছে। সেই ঘটনার রেশ পুরোপুরি কাটতে না কাটতেই এবার হাই কোর্টের বিচারপতি চিত্তরঞ্জন দাশ (Justice Chitta Ranjan Dash) জানালেন, তিনি একদা RSS করতেন।

সোমবার অবসরের মুহূর্তে জাস্টিস দাশের মুখে শোনা যায় তাঁর RSS যোগের কথা। এরপরেই ফের একবার তা নিয়ে রাজ্যজুড়ে বিতর্ক শুরু হয়েছে। তাহলে কি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijit Gangopadhyay) দেখানো পথে হেঁটে কলকাতা হাই কোর্টের আরও এক বিচারপতি রাজনীতির ময়দানে নাম লেখাতে চলেছেন? জাস্টিস দাশও কি বিজেপি (BJP) শিবিরে নাম লেখাবেন? দেখা দেয় এমন একাধিক প্রশ্ন। এবার মুখ খুললেন তিনি নিজে।

সম্প্রতি জনপ্রিয় একটি সংবাদমাধ্যমের তরফ থেকে সদ্য অবসরপ্রাপ্ত বিচারপতি চিত্তরঞ্জন দাশের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। তিনি বলেন,বিদায়ী ভাষণে আবেগপ্রবণ হয়ে পড়াতেই তাঁর মুখে RSS-এর প্রসঙ্গ এসে গিয়েছিল। তাঁর কথায়, ‘বিদায়ী ভাষণে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছিলাম। আমি ভাবিইনি যে আমার মুখে RSS-এর প্রসঙ্গ চলে আসবে। এটা স্বতঃস্ফূর্তভাবে চলে এসেছে’।

আরও পড়ুনঃ বিকেলে কালবৈশাখীর তাণ্ডব! দক্ষিণবঙ্গের তিন জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাসঃ আবহাওয়ার খবর

এখানেই না থেমে সদ্য অবসরপ্রাপ্ত জাস্টিস দাশ জানান, বিগত ৩৭ বছর ধরে RSS-এর সঙ্গে তাঁর যোগ নেই। তিনি বলেন, ‘আমার জীবনে RSS-এর অনেক বড় একটা ভূমিকা রয়েছে। ওনারা আমায় অনেক কিছু দিয়েছে। আমার ব্যক্তিত্ব তৈরি করেছে। আজ আমার মধ্যে যা যা ভালো গুণ রয়েছে, সবটা RSS দিয়েছে। এটা একটা আবেগের বশে বলা কথা। আমি এখন একজন মুক্ত মানুষ। তাই যদি RSS আমায় কোনও দায়িত্ব দেয়, আমি সেটা পালন করতেই পারি’।

তবে অবসর নিয়েই রাজনীতির আঙিনায় পা রাখতে চান না জাস্টিস দাশ। অন্তত ২ বছর কোনও রাজনৈতিক পদে বাইরে থাকতে চান বলে জানিয়েছেন তিনি। তাঁর কথায়, ‘বাংলায় RSS-এর শক্তিবৃদ্ধি হবে কিনা এটা নিয়ে আমি কখনও গবেষণা করিনি, এই নিয়ে কোনও ভাবনাচিন্তাই করিনি। কোথায় তারা শক্তিবৃদ্ধি করবে, কোথায় ক্ষতির মুখে পড়বে এসব মাথায় আসেনি। তবে বিদায়ী ভাষণ দেওয়ার পর একজন বিচারপতি নিজের দায়িত্ব থেকে মুক্ত হয়ে যান। আমার মনে হয়েছিল আমি একজন মুক্ত মানুষ এবং সকলের একজন বিচারপতির প্রকৃত পরিচয় জানা উচিত’।

Calcutta High Court Justice Chitta Ranjan Dash

জাস্টিস দাশের কথায়, ‘আমি একসময় RSS-এর সদস্য ছিলাম বলে কিন্তু আমার কোনও আফসোস নেই। বিচারপতির পদে আসীন থাকাকালীন আমি কোনও অন্যায় করিনি। একজন বিচারপতির যে চরিত্র হওয়া উচিত, প্রচুর পরিশ্রম করে আমি তেমন চরিত্র তৈরি করেছি। নিজের কর্মজীবনের উন্নতি সাধন করতে কখনও আমি RSS-কে হাতিয়ার করিনি’।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর