হনুমান জয়ন্তীর অনুষ্ঠানে অনুমতি দিয়ে দিল হাইকোর্ট! শর্ত বেঁধে বড় নির্দেশ বিচারপতি ঘোষের

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ ৬ এপ্রিল ধুমধাম করে রাজ্যে পালিত হয়েছে রামনবমী। তার রেশ কাটতে না কাটতেই হনুমান জয়ন্তীর (Hanuman Jayanti) তোরজোড় শুরু হয়ে গিয়েছে। এই নিয়ে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) বেশ কয়েকটি মামলা হয়েছিল। তার মধ্যে একাধিক মামলায় শর্তসাপেক্ষে অনুমতি দিয়ে দিল উচ্চ আদালত।

বাঁশদ্রোণী এলাকায় হনুমান জয়ন্তীর অনুষ্ঠানে অনুমতি দিল হাইকোর্ট (Calcutta High Court)

বাঁশদ্রোণী এলাকায় শিশুভারতী মাঠের পাশে অগ্রদূত ক্লাবের বিপরীতে হনুমান জয়ন্তী অনুষ্ঠানে অনুমতি দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ (Justice Tirthankar Ghosh)। তবে বেশ কয়েকটি শর্ত বেঁধে দিয়েছে আদালত। বিচারপতির নির্দেশ, পুজোর জন্য যে প্যান্ডেল করা হবে, তার জন্য যথাযথ কর্তৃপক্ষের থেকে অনুমতি নিতে হবে। পুজোর আবহে যাতে কোনও রকম বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সেটা পুলিশকে সুনিশ্চিত করতে হবে।

একইসঙ্গে হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশ, হনুমান জয়ন্তী উপলক্ষ্যে শনিবার সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনে কোনও সমস্যা নেই। তবে সেই অনুষ্ঠান রাত ১০টার মধ্যে সম্পন্ন করতে হবে এবং রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের বেঁধে দেওয়া শব্দসীমা অনুযায়ী মাইক বাজাতে হবে। এছাড়া এই কর্মসূচির জন্য বাঁশদ্রোণীর সংশ্লিষ্ট এলাকার কোনও বাসিন্দার যাতে কোনও রকম অসুবিধা না হয় সেদিকে নজর রাখতে বলেছে আদালত। এমনই বেশ কিছু শর্ত বেঁধে বাঁশদ্রোণী এলাকার হনুমান জয়ন্তী কর্মসূচিতে অনুমতি দিয়েছে হাইকোর্ট।

আরও পড়ুনঃ চাকরিহারা শিক্ষককে লাথি! সেই ‘রগচটা’ SI রিটনের রয়েছে আরও কীর্তি! বিতর্কে জড়াতেই ‘ফাঁস’ সব

এই মামলা ছাড়া রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) মামলাতেও হনুমান জয়ন্তী উপলক্ষ্যে মিছিল করার অনুমতি দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। তবে সেক্ষেত্রেও বেশ কিছু শর্ত বেঁধে দিয়েছেন তিনি।

Calcutta High Court

হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশ, মিছিলে ডিজে বাজানো যাবে না, শব্দদূষণের কথাও ভুলে গেলে চলবে না। এছাড়া মাইক সংখ্যাও নির্দিষ্ট করে দিয়েছে আদালত। বিচারপতি ঘোষ বলেন, আগামীকাল বিকেল ৫টা থেকে রাত ৮টার মধ্যে এই শোভাযাত্রা সম্পন্ন করতে হবে। কলেজ স্ট্রিটের বাটা থেকে হরিঘোষ স্ট্রিটের হনুমান মন্দির অবধি এই মিছিল হবে। একাধিক শর্ত বেঁধে শুভেন্দুর এই কর্মসূচির অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

X