বাংলা হান্ট ডেস্কঃ বিধানসভা ভোটের আবহেই রাজ্যের বিরোধী দলনেতা তথা বিধায়ক শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) স্বস্তি দিল হাইকোর্ট। কোলাঘাটে বিরোধী দলনেতার অফিসে পুলিশ অভিযান মামলায় বড় রায় কলকাতা হাইকোর্টের (Calcutta High Court)। এদিন সেই মামলায় রক্ষাকবচের সময়সীমা বাড়াল রাজ্যের সর্বোচ্চ আদালত।
হাইকোর্টে বড়সড় স্বস্তি শুভেন্দুর | Calcutta High Court
লোকসভা ভোটের সময় শুভেন্দুর কোলাঘাটের অফিসে চলেছিল পুলিশি হানা। সেই সংক্রান্ত মামলায় আগে শুভেন্দু অধিকারীকে রক্ষাকবচ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সোমবার সেই মামলার শুনানিতে বিচারপতির নির্দেশ, কোলাঘাট থানার করা স্বতঃপ্রণোদিত এফআইআর-এর পরিপ্রেক্ষিতে কোনও প্রক্রিয়া করা যাবে না।
এদিন বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে মামলা উঠলে বিচারপতির নির্দেশ, ২২ মে ২০২৪-এ করা FIR এর উপর কোনও প্রক্রিয়া হবে না। ৩১ জানুয়ারি পর্যন্ত FIR মুখ বন্ধ হাইকোর্টের। মামলায় অন্তর্বর্তী নির্দেশ জারি করে বিচারপতি জানিয়েছেন, ৮ জানুয়ারি মামলার পরবর্তী শুনানি হবে।
আপাতত শুভেন্দু অধিকারীর কোলাঘাটের অফিস তথা বাড়িতে পুলিশি তল্লাশি এখনও করা যাবে না বলে স্পষ্ট জানাল হাইকোর্ট। পুলিশের স্বতঃপ্রণোদিত এফআইআর প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা। সেই সময় হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা পুলিশি অভিযানের উপর স্থগিতাদেশ জারি করেন। এবার সেই সময়সীমা অনেকটাই বাড়ল।
আরও পড়ুন: অষ্টম পে কমিশনে কত হতে পারে ফিটমেন্ট ফ্যাক্টর? কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য বড় আপডেট
উল্লেখ্য, শুভেন্দুর অভিযোগ ছিল কোনও তল্লাশি পরোয়ানা না থাকা সত্ত্বেও তার ভাড়াবাড়িতে তল্লাশি চালিয়েছে পুলিশ। অভিযোগ ছিল তাকে চক্রান্ত করে ফাঁসানোর চেষ্টা চলছে। ঘটনার তীব্র নিন্দা করে আদালতের দ্বারস্থ হয়েছিলেন বিরোধী দলনেতা। উল্টে রাজ্যের তরফে বলা হয়েছিল, ওই বাড়িটিতে যে শুভেন্দু অধিকারী থাকেন বা তার নামে ভাড়া দেওয়া সেই বিষয়ে অবগত ছিল না পুলিশ।












