‘৩ মাসের মধ্যে…’! নিয়োগ মামলায় নয়া মোড়, কমিশনকে কড়া নির্দেশ হাই কোর্টের

বাংলা হান্ট ডেস্কঃ নিয়োগ দুর্নীতির জট যেন কিছুতেই খুলতে না। কয়েক মাস আগেই এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ২০১৬ সালের সম্পূর্ণ প্যানেল বাতিল করেছে কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। যদিও সেই মামলা এখন সুপ্রিম কোর্টে বিচারাধীন। শীর্ষ আদালতে ঝুলছে  প্রায় ২৬,০০০ চাকরিপ্রার্থীর ভাগ্য। এই আবহে এবার আর একটি নিয়োগ মামলায় (Recruitment Case) বিরাট নির্দেশ দিল হাই কোর্ট।

২০১০ সালের মাদ্রাসা গ্রুপ ডি পরীক্ষার (Madrasah Group D Examination 2010) ফলাফল কেন এখনও প্রকাশিত হয়নি, এই নিয়ে উচ্চ আদালতে একটি মামলা হয়েছিল। সেই মামলাতেই এবার বিরাট নির্দেশ দিল বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ। হাই কোর্টের নির্দেশ, এবার মাদ্রাসা সার্ভিস কমিশনকে (Madrasah Service Commission) ২ লক্ষ টাকার জরিমানা দিতে হবে। আদালতের লিগ্যাল সার্ভিসে সেই টাকা জমা করতে হবে। সেই সঙ্গেই আগামী ৩ মাসের মধ্যে প্রকাশ করতে হবে ২০১০ সালের পরীক্ষার ফলাফল।

প্রায় দেড় দশক আগে, ২০১০ সালে মাদ্রাসাগুলিতে গ্রুপ ডি পদে নিয়োগের জন্য প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হয়। এরপর ২০১১ সালে আবেদনকারী চাকরিপ্রার্থীদের লিখিত পরীক্ষা নেওয়া হয়। এরপর দেখতে দেখতে কেটে গিয়েছে প্রায় ১৪ বছর। কিন্তু এখনও সেই পরীক্ষার রেজাল্ট জানতে পারেননি প্রার্থীরা। নানান কারণে পিছিয়ে যায় পরীক্ষার ফল প্রকাশ।

আরও পড়ুনঃ পা ফুলে ঢোল, হাঁটতে পারছেন না পার্থ! জেলের মধ্যে অসুস্থ প্রাক্তন শিক্ষামন্ত্রী, হঠাৎ কী হল?

প্রথমে এই পরীক্ষায় অনিয়মের অভিযোগ উঠেছিল। যে কারণে রেজাল্ট ঘোষণা বন্ধ রাখা হয়েছিল। এরপর এই নিয়ে আদালতে প্রচুর মামলা হয়। এদিকে যেহেতু বিষয়টি আদালতে বিচারাধীন তাই নিষ্পত্তি না হওয়া অবধি রেজাল্ট প্রকাশিত হচ্ছিল না। থমকে ছিল নিয়োগ প্রক্রিয়াও।

Calcutta High Court

এই মামলার শুনানি চলাকালীন মাদ্রাসা বোর্ডের তরফ থেকে ফের একবার পরীক্ষা নেওয়ার কথা বলা হয়। তবে হাই কোর্টের তরফ থেকে সেই আবেদন খারিজ করে দেওয়া হয়েছে। সেই সঙ্গেই আগামী ৩ মাসের মধ্যে ১৪ বছর আগে হওয়া ওই পরীক্ষার ফলাফল ঘোষণার নির্দেশ দিয়েছে উচ্চ আদালত।


Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর