বাংলা হান্ট ডেস্কঃ গত বছর জুলাই মাসে শেষ হয়েছে পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election)। যেই গণতন্ত্রের উৎসব রূপ নিয়েছিল রক্তের উৎসবের। পঞ্চায়েত ভোটের দিনক্ষণ ঘোষণা থেকেই শুরু হয় হিংসা, আর ভোটের ফলাফল সামনে আসার পরও রক্তপাত অব্যাহত থাকে। পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে বাংলায় মৃত্যু হয় বহুজনার। হিংসা, ভোটলুঠ, ছাপ্পা সহ একাধিক অভিযোগে আদালতে দায়ের হয় একাধিক মামলা।
গ্রাম বাংলার ভোট নিয়ে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) এত মামলা জমা হয়েছিল, যা দেখে রীতিমতো বিরক্তি প্রকাশ করেছিলেন হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম। নাওয়া-খাওয়া ভুলে মামলা শুনছিলেন বিচারপতিরা। এবার ২০২৪ এ লোকসভা ভোটের আগে এসে এক বছর আগের পঞ্চায়েত ভোটের করা মামলায় গুরুত্বপূর্ণ নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।
শুক্রবার বিচারপতি অমৃতা সিনহার (Justice Amrita Sinha) এজলাসে সাঁকরাইল পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত একটি মামলার শুনানি চলছিল। সেখানেই বিচারপতির নির্দেশ, ফের হবে পঞ্চায়েত নির্বাচন। হ্যাঁ, গতকাল ঠিক এমনটাই নির্দেশ দিয়েছেন বিচারপতি সিনহা।
সাঁকরাইল পঞ্চায়েত নির্বাচনে ব্যালট ছিনতাই সহ একাধিক অভিযোগ উঠেছিল। ভোটের দিন ব্যালট ছিনতাইয়ের অভিযোগ তুলে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন, নির্দল প্রার্থী কাশ্মীরা বেগম। মামলা দায়েরের পর রিপোর্ট দিতে গিয়ে পর্যবেক্ষক জানান ব্যালট ছিনতাই হয়েছে।
আরও পড়ুন: চ্যালেঞ্জ ছুঁড়েছিলেন অভিষেক! ভোটের মুখেই শ্বেতপত্র প্রকাশ করল BJP, বিরাট কাহিনী ‘ফাঁস’
আদালতে রিপোর্ট জমা দিলে কড়া নির্দেশ দিয়েছেন বিচারপতি বলেন, বিডিও ওই পঞ্চায়েতের প্রধানের পোস্ট খালি হয়েছে বলে বর্তমান প্রধানকে জানালে তারপর ফের কমিশন ওই পঞ্চায়েতে ভোটের ব্যবস্থা করবে। মামলাতে বিচারপতির নির্দেশ, সাঁকরাইল পঞ্চায়েতের বর্তমান পঞ্চায়েত প্রধান তৃণমূলের সাইমা জমাদারকে আপাতত ওই পদ থেকে সরানোর ব্যবস্থা করতে হবে।