বাংলা হান্ট ডেস্কঃ ফের আদালতের প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা। এবার বিধাননগর পুলিশের বিশ্বস্ততা নিয়ে প্রশ্ন তুললেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি তীর্থঙ্কর ঘোষ (Justice Tirthankar Ghosh)। বিচারপতির স্পষ্ট কথা, বেতন নিলে সঠিকভাবে কাজ করতে হবে পুলিশকে। কাজে গতি আনতে হবে।
লেক টাউন থানার একটি দলিল জালিয়াতি মামলা চার্জশিট জমা দেয় পুলিশ। সেই দেখেই ক্ষোভ প্রকাশ করে হাইকোর্ট। এরপর পুলিশকে ফের তদন্তের নির্দেশ দেন বিচারপতি। অভিযোগ প্রথমে ওই মামলায় পুলিশ জানিয়েছিল, দলিল জাল করা হয়নি। পরে ওই দলিল যাচাই করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান, দলিল জাল করে ভুয়ো দলিল তৈরি করা হয়েছে। যাতে সিআইডি তদন্ত দেওয়া হয় আদালতে সেই আবেদন করেছিলেন মামলাকারী।
সেই মামলার শুনানিতেই জাস্টিস ঘোষ পর্যবেক্ষণে জানান, রাজ্যের CID তদন্তের ভারে কুঁজো হয়ে গেছে। CID-কে তদন্ত দিলে এখন তার ফল গিয়ে দাঁড়াবে CBI তদন্তের মতোই। তিনি আরও বলেন, সিবিআই তদন্তে যেমন কোনও চূড়ান্ত সিদ্ধান্ত আর আশা করা যায় না, রাজ্যের সিআইডির ক্ষেত্রেও তাই।
ভরা এজলাসে ক্ষোভপ্রকাশ করে বিচারপতি বলেন, “বিধাননগর পুলিশ কমিশনারেটের সব থানার জগাখিচুড়ি অবস্থা। এই মুহূর্তে দাঁড়িয়ে আইনশৃঙ্খলা রক্ষা আর তদন্ত আলাদা ভাবে করার পরিকাঠামো নেই।” বিচারপতির কড়া পর্যবেক্ষণ, ‘পুলিশকর্মীদের কাজ চোখে পড়ছে না। পুলিশের চাকরি করলে কাজের প্রতি প্রত্যেক পুলিশকর্মীকে দায়বদ্ধ থাকতে হবে। বেতন নিলে কাজ করতে হবে। শহরে পোস্টিং নিয়ে পুলিশ কাজের কাজ কিছু করবে না, এটা হতে পারে না। ” বিচারপতি বুঝিয়ে দেন দিনের পর দিন এসব আর বরদাস্ত করা হবে না।
আরও পড়ুন: কেন্দ্রীয় প্রকল্প থেকে বঞ্চিত আদিবাসীরা! এবার আওয়াজ তুললেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু
একইসঙ্গে বিচারপতি বলেন, ‘সব ক্ষেত্রে একই অবস্থা। পকসোর মতো গুরুত্বপূর্ণ মামলার ক্ষেত্রেও প্রচুর অসঙ্গতি দেখা যায়। আদালতের এমন পর্যবেক্ষণের পরল যদি পুলিশ তাদের কাজ ঠিক না করে তাহলে তাদের ফল ভুগতে হবে।’