‘ও আমার না, মোদীর ছেলে” ইউক্রেনে থেকে সন্তান ফিরে আসায় আবেগে ভাসলেন বাবা

বাংলা হান্ট ডেস্কঃ সকলের নজর এখন রাশিয়া-ইউক্রেন যুদ্ধের দিকে। দিনের পর দিন যুদ্ধের ভয়াবহ পরিস্থিতিতে নাজেহাল সকলে। এর মধ্যে ভারতীয়দের ফেরত আনতে বদ্ধপরিকর সরকার। রাত জেগে তাদের মন্ত্র থাকে ভারতীয়দের উদ্ধার করা।

ফলে কেন্দ্রীয় সরকার ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের ফিরিয়ে আনতে শুরু করেছে অপারেশন গঙ্গা । এই অভিযানের আওতায় ইউক্রেনের মাটিতে আটকে পড়া পড়ুয়া ভারতে একে একে ফিরে আসছে । তাদের মধ্যে সম্প্রতি ধ্রুব নামক এক পড়ুয়া ভারতে পৌঁছায় ফলে স্বস্তির নিঃশ্বাস ফেললো তার পরিবারের সদস্যরা। ধ্রুবের বাবা সঞ্জয় পণ্ডিতা আবেগাপ্লুত হয়ে জানান, ‘আমি নিশ্চিত ছিলাম না যে আমার ছেলে নিরাপদে ভারতে ফিরবে। আমি বলতে চাই মোদীজির ছেলে ফিরে এসেছে, আমার ছেলে নয়।’ তিনি ভারত সরকারের প্রতি নিজের কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

আবেগাপ্লুত সঞ্জয় পণ্ডিতা সংবাদমাধ্যমের সামনে বলেন, “এ আমার নয়, মোদিজির ছেলে। তারা নিয়ে এসেছে ধ্রুবকে। আমরা আশা করিনি যে সে আসবে। আমরা আশা ছেড়ে দিয়েছিলাম। তাই আমার ছেলেকে আমার কাছে ফিরিয়ে দেওয়ার জন্য আমি সরকারকে ধন্যবাদ জানাই।” ভারতে ফেরার পর সঞ্জয়ের ছেলে ধ্রুব জানায়, সেখানে টিকে থাকা ভয়ংকর ছিল। ভারতে ফিরে আসাটা স্বস্তির। ভারত সরকারকে ধন্যবাদ জানাতে ভোলেনি সে।

উত্তর-পূর্ব ইউক্রেনের যুদ্ধ-বিধ্বস্ত শহর সুমি থেকে 674 জনকে নিয়ে ফ্লাইট 11 মার্চ দিল্লিতে অবতরণ করে। ভারতে পৌঁছে সকলে তাদের ভয়াবহ পরিস্থিতির কথা জানায়। তারা জানায়, কিভাবে সকলে দুই সপ্তাহ যুদ্ধের মধ্যে টিকে ছিলো। এছাড়া সেখানে জল পাওয়াও যে কঠিন বলে তাও জানায় শিক্ষার্থীরা। সেখান থেকে ভারতে ফিরতে পেরে যে সকলে খুশি তা জানিয়ে একপ্রকার আনন্দে আত্মহারা বিদেশে পড়তে যাওয়া সকলে।

ad

Sayan Das

সম্পর্কিত খবর