বাংলাহান্ট ডেস্কঃ ‘আমাদের অভিভাবিকা, আগামী ভারতের কাণ্ডারী’- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়কে (Mamata Banerjee) উদ্দেশ্য করে এমন পোস্টার দিতেই, রাজ্য পুলিশের সমালোচনায় মুখর হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। ট্যুইট করে দৃষ্টি আকর্ষণ করলেন রাজ্যপাল, স্বরাষ্ট্র মন্ত্রক এবং জাতীয় নির্বাচন কমিশনেরও।
পূর্বেই রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে নানা সময়ে নানা অভিযোগ করেছে বিরোধীরা। শাসকদলের দাসে পরিণত হয়েছে প্রশাসন- এমন অভিযোগও রয়েছে ঝুড়ি ঝুড়ি। রাজ্যের আইন শৃঙ্খলা থেকে শুরু করে প্রশাসন শাসকদলের দলদাস- এসব বিষয়ে বিরোধী দল থেকে শুরু করে বাংলার রাজ্যপাল জগদীপ ধনকড় একাধিকবার তোপ দেগেছেন।
তবে এবার রাজ্য পুলিশের ব্যানারে সরাসরি রাজ্যর মুখ্যমন্ত্রীকে অভিভাবিকা বলে সম্বোধন করায়, এই সব বিষয় নিয়ে আবার তোপ দাগা শুরু হয়েছে। রাজ্য পুলিশের সদর দফতর ভবানী ভবনে মুখ্যমন্ত্রীর একটি পূর্ণদৈর্ঘ্যের ছবির পোস্টার করে সেখানে লেখা হয়েছে ‘আমাদের অভিভাবিকা, আগামী ভারতের কাণ্ডারী’। আর সঙ্গে রয়েছে রাজ্য পুলিশের লোগোও। আর এরপর থেকেই তোলপাড় শুরু হয় বঙ্গ রাজনীতির অন্দরে।
Displaying it at Bhabani Bhawan, it can be construed as an admission by @WBPolice that they consider themselves & act as TMC cadre in uniform.
For your kind intimation @jdhankhar1 ji, @ECISVEEP @HMOIndia— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) December 24, 2021
এবিষয়ে শুভেন্দু অধিকারী ট্যুইটে লেখেন, ‘একটি পোস্টার প্রজেক্টিং-এ নিজেদের অনুভূতি প্রকাশ করেছে রাজ্য পুলিশ, যা সবসময় তাঁদের মধ্যে স্পষ্ট ছিল। সমালোচকরা এটাকে ডিপার্টমেন্টের দ্বারা নিষিদ্ধ রাজনৈতিক বাড়াবাড়ি যুক্তি দিতে পারে। তবে এটা সত্য যে, ‘শাসকের আইন, আইনের শাসন নয়’।
তিনি আরও লেখেন, ‘যারা নিজেদেরকে তৃণমূলের ইউনিফর্মে ক্যাডার হিসাবে মনে করে, ভবানী ভবনে এটি প্রদর্শন করে তাঁদের ভর্তি করা বোঝানো হয়েছে’।