বাংলা হান্ট ডেস্কঃ সাম্প্রতিককালে স্কুল সার্ভিস কমিশন থেকে শুরু করে প্রাইমারি টেটের মতো একাধিক দুর্নীতি মামলায় নাম জড়িয়েছে শাসকদলের। এই সকল দুর্নীতি মামলায় যখন ক্রমশই কোণঠাসা হয়ে পড়েছে রাজ্য সরকার, সেই মুহূর্তে দাঁড়িয়ে বাংলার 17 টি আইটিআই(ITI) কলেজে দুর্নীতির অভিযোগে ফের একবার মাথাচাড়া দিয়ে উঠল বিতর্ক। এমনকি বর্তমানে হাইকোর্টে এই দুর্নীতির বিরুদ্ধে একটি মামলা পর্যন্ত দায়ের করা হয়েছে। এক্ষেত্রে আইটিআই কলেজে দুর্নীতি মামলায় কেবলমাত্র সিবিআই দ্বারা তদন্ত দাবি নয়, পাশাপাশি কেন্দ্র থেকে আসা সমস্ত অনুদান বন্ধ করার দাবি তোলা হয়েছে। আগামী সপ্তাহে কলকাতা হাইকোর্টে এই মামলাটির শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।
উল্লেখ্য, সমগ্র ভারতবর্ষে বর্তমানে আইটিআই কলেজের সংখ্যা প্রায় 12 হাজার। এক্ষেত্রে প্রতিটি কলেজের গ্রেড অনুযায়ী তাদের আর্থিক অনুদান প্রদান করে থাকে কেন্দ্র সরকার। বাংলাতে একাধিক কলেজ রয়েছে, যার মধ্যে প্রথম সারির কলেজ গুলির মধ্যে রয়েছে 17 টি শিক্ষা প্রতিষ্ঠান আর প্রথম সারিতে থাকার দরুণ কেন্দ্র সরকারের তরফ থেকে বছরে মোট 7 কোটি টাকা অনুদান দেওয়া হয়। এক্ষেত্রে অবশ্য বেশ কয়েকটি নিয়ম অনুসরণ করার কথা বলা হয়েছে। কিন্তু বর্তমানে এ সকল নিয়ম মানা তো দূরের কথা, বরং বেশ কয়েকটি দুর্নীতির অভিযোগ উঠেছে সকল কলেজগুলির বিরুদ্ধে।
এদিন আইনজীবী তথা বিজেপি নেতা তরুণ জ্যোতি তিওয়ারি কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করেন। তাঁর অভিযোগ, “মুর্শিদাবাদের নাকাশিপাড়া আইটিআই কলেজের পক্ষ থেকে অনুদান পাওয়ার জন্য একটি নথি দেখানো হয়। সেখানে একটি শিল্প সংস্থার সাথে চুক্তির বিষয়টি উল্লেখ করা হয়েছে। তবে বর্তমানে জানা গিয়েছে, ওই সংস্থার সাথে কলেজটির কোন রকম সম্পর্ক নেই। এই প্রসঙ্গে খোদ শিল্প সংস্থাটি কনফার্ম করেছে। এর থেকে বোঝা যাচ্ছে, কতটা পরিমাণে দুর্নীতি হয়েছে।”
তবে শুধু মুর্শিদাবাদের কলেজটি নয়, অন্যান্য আরো 16 টি কলেজেও যে ক্রমাগত দুর্নীতি চলছে, সে বিষয়ে অভিযোগ জানিয়ে হাইকোর্টে মামলা দায়ের করেছেন তরুণ জ্যোতি তিওয়ারি।