অপেক্ষা মাত্র দুদিনের,৮ জুন ঢুকছে বর্ষা
বাংলা হান্ট ডেস্ক: কথা দিয়েও কথা রাখল না বর্ষা। কেরলে বর্ষা আসার কথা ছিল ৬ জুন। চাতক পাখির মতো আকাশের দিকে তাঁকিয়ে শুধু রয়ে গেল অপেক্ষা,কিন্তু বর্ষা এলো না। আপাতত আবার মৌসম ভবনের আবহাওয়াবিদরা জানিয়েছেন ৬ জুন এর বদলে ৮ জুন কেরালার উপকূল ধরে বর্ষা ঢুকবে। মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী কেরলে মৌসুমী বায়ু ঢোকার ২৪ … Read more