রাজীব কুমারকে আড়াল করতে কি চার ব্যাবসায়ী হাত রয়েছে,শুরু হয়েছে জেরা

Published On:

বাংলা হান্ট ডেস্ক : আবারও রাজীব কুমার প্রসঙ্গ, মাত্র কয়েক মাস আগেই সিবিআইকে এড়াতে ম্যারাথন লুকোচুরি খেলেছেন রাজীব কুমার। প্রাক্তন আইপিএস কোথায় আছেন? এই প্রশ্নের উত্তর খুঁজতে কার্যত রাজ্য ও ভিন রাজ্যের দুঁদে সিবিআই আধিকারিকদের মাথার ঘাম পায়ে ফেলতে হয়েছে। সারদা কেলেঙ্কারি নিয়ে যখন সিবিআই জোর তদন্ত শুরু করেছে ঠিক তখনই সিবিআই নজরদারি এড়াতে গা ঢাকা দিয়েছিলেন রাজীব কুমার।

যদিও গ্রেফতারির উপর নিষেধাজ্ঞা জারি করার পর নজরে এলেন তবে সে সময়ে তাঁর আড়াল হওয়ার পিছনে কাদের হাত রয়েছে? তা নিয়ে কিন্তু এখনও অবধি জল্পনার অবসান হয়নি। তখন রাজীবের আড়ালে পিছনে সন্দেহের তালিকায় রাখা হয়েছিল চার ব্যবসায়ীকে তবে এবার সেই কলকাতার চার ব্যবসায়ীকে জেরা করতে চলেছে সিবিআই আধিকারিকরা।

সিবিআইকে এড়াতে রাজীব কুমারকে সাহায্য করার অভিযোগে ট্রাভেল এজেন্ট সহ চার ব্যবসায়ীকে জেরা করতে চলেছেন সিবিআই আধিকারিকরা। অন্য দিকে সারদা কেলেঙ্কারি তদন্তের জন্য এবার ডিসি পোর্ট কেও বৈঠকের জন্য চিঠি দিয়েছে সিবিআই যদিও ডিসি পোর্ট ওয়াকার রাজা চিঠি পাঠানোর বিষয় অস্বীকার করেছেন।

সম্পর্কিত খবর

X