প্রত্যাবর্তনের ইঙ্গিত! কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে আবির খেলায় মাতলেন কর্মীরা

বাংলাহান্ট ডেস্কঃ ভোট গণনার শুরুটা হয়েছিল কাঁটার টক্কর দিয়ে। তবে সমস্ত ছক ভেঙে পোস্টাল ব্যালটের প্রাথমিক ট্রেন্ডে তৃণমূলের এগিয়ে থাকার প্রবণতা শুরু থেকেই দেখা গিয়েছিল। বেলা গড়াতেই এগিয়ে থাকার নিরিখে ব্যবধান আরও বাড়াতে থাকে শাসকদলের। দুপুর ১২টা বাজতেই এবারের ভোটে কাঙ্খিত লক্ষ্য মাত্রা ছুঁয়ে ফেলে মমতা সরকার।

শেষ পাওয়া আপডেটে দেখা যাচ্ছে, রাজ্যে ডবল ইঞ্জিন সরকার গড়া তো দূর কি বাত। প্রশান্ত কিশোরের ভবিষ্যৎবাণী ১০০-র গণ্ডি পেরোতে পারল না বিজেপি। ২০৮ আসনে এগিয়ে তৃণমূল, সেখানে বিজেপি মাত্র ৮০টি আসনে এগিয়ে। অন্যদিকে ২টি আসনে এগিয়ে সংযুক্ত মোর্চা।

একনজরে দেখুন কোথায় কে এগিয়ে—-

● মানিকতলায় এগিয়ে তৃণমূল প্রার্থী সাধন পাণ্ডে

●বালিগঞ্জে এগিয়ে তৃণমূল প্রার্থী সুব্রত মুখোপাধ্যায়

●কামারহাটিতে এগিয়ে তৃণমূল প্রার্থী মদন মিত্র

●মেদিনীপুরে এগিয়ে তৃণমূল প্রার্থী জুন মালিয়া

●ডেবড়ায় দুই আইপিএসের লড়াইয়ে এগিয়ে তৃণমূল প্রার্থী হুমায়ুন কবির, পিছিয়ে ভারতী ঘোষ

●পিছিয়ে চুঁচুড়ায় বিজেপির লড়াকু নেত্রী লকেট চ্যাটার্জী।

● হাইভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রামে এগিয়ে শুভেন্দু অধিকারী, পিছিয়ে মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

দিকে দিকে তৃণমূল প্রার্থীদের জয়জয়কারের ইঙ্গিত মেলায় কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বাড়ির সামনে সবুজ আবির খেলায় মাতলেন তৃণমূল কর্মী-সমর্থকরা (Celebration By TMC)।


সম্পর্কিত খবর