ক্ষমতা নেই ঋণ পরিশোধেরও! Vi-র জন্য বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র, উঠছে প্রশ্ন

Last Updated:

বাংলাহান্ট ডেস্ক : বকেয়া ৩৬,৯৫০ কোটি টাকা! এই বিপুল পরিমাণ ঋণের অঙ্ককে অংশীদারিত্বে রূপান্তরিত করে ভোডাফোন-আইডিয়ার (ভি) (Vodafone-Idea) ৪৮.৯৯% শেয়ার হাতে নিচ্ছে ভারত সরকার। কেন্দ্রের এই সিদ্ধান্তে ২২.৬% থেকে বেড়ে ৪৮.৯৯% পৌঁছাবে ভোডাফোন-আইডিয়ায় সরকারের অংশীদারিত্ব।

ভোডাফোন-আইডিয়ার (Vodafone-Idea) শেয়ার কিনছে কেন্দ্র

ভারত সরকারের হাতে ভোডাফোন আইডিয়ার এই বিপুল পরিমাণ অংশীদারিত্ব এলে দেশের টেলিকম সেক্টরে নয়া সম্ভবনা আসবে বলে মত আর্থিক উপদেষ্টা সংস্থা সিটি-র। বিশেষজ্ঞদের ধারণা, বেসরকারি এই টেলিকম সংস্থার ৪৮.৯৯% শেয়ার কেন্দ্রের হাতে এলে, আগামী তিন বছরের জন্য ভোডাফোনের নগদ পুঁজির অভাব বেশ কিছুটা মিটবে।

আরও পড়ুন : বিদ্যুতের বিল নিয়ে চিন্তা শেষ! মিলবে ৩০০ টাকা অবধি ছাড়! দুর্দান্ত প্রকল্প রাজ্য সরকারের

এমনকি বকেয়া ঋণ ধীরে ধীরে শোধ করাও সম্ভব হবে বলে মত বিশেষজ্ঞদের। গোটা দেশে 5G প্রযুক্তি ছড়িয়ে দিতেও অত্যন্ত সহায়ক হবে সরকারের এই সিদ্ধান্ত। যদিও বাজার মূল্যের চেয়ে বেশি দামে কেন কেন্দ্রীয় সরকার ভোডাফোন-আইডিয়ার (Vodafone-India) শেয়ার কিনছে তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলেছেন বিরোধীরা। বিরোধীদের অভিযোগ, বর্তমানে শেয়ার মার্কেটে ভি-র মার্কেট ভ্যালু ৬ টাকা ৮০ পয়সা।

আরও পড়ুন : তৃণমূলের পাল্টা বড় পদক্ষেপ! এবার পথে নামতে চাইছে BJP! হঠাৎ কী হল?

তাহলে কেন্দ্র কেন ১০ টাকায় কিনছে সেই শেয়ার? কেন্দ্রীয় সরকার (Central Government) ২০২১ সালে টেলিকম সংস্কার প্যাকেজের আওতায় স্পেকট্রাম ব্যবহার খাতে ভোডাফোনের বকেয়া ঋণের একটা বড় অংশকে পরিণত করেছিল অংশীদারিত্বে। এবার অংশীদারিত্বের পরিমাণ আবার বৃদ্ধি করার সিদ্ধান্ত নিল সরকার।

বিরোধী রাজনৈতিক দলগুলির দাবি, বাণিজ্যিক কারণে শেয়ার কিনছে না সরকার। তাহলে কেন বাজার মূল্যের চেয়ে বেশি দামে ভোডাফোন-আইডিয়ার (Vodafone-Idea) শেয়ার কিনতে হচ্ছে কেন্দ্রকে? আমজনতার টাকাই ব্যবহার করা হচ্ছে এতে। তাই এই সিদ্ধান্তের যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন বিরোধীরা।

Central Government decision for vodafone-idea.

অন্যদিকে, রবিবার ভোডাফোন-আইডিয়ার তরফে প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বর্তমানে তাদের প্রতিটি শেয়ারের মূল প্রাইস (ফেস ভ্যালু) ১০ টাকা। হিসাব অনুযায়ী, ৩৬৯৫ কোটি টাকার শেয়ার কেন্দ্রীয় সরকারের কাছে গিয়েছে। আর্থিক উপদেষ্টা সংস্থা সিটি জানিয়েছে, ৪৮.৯৯% শেয়ার সরকারের হাতে যাওয়ার ফলে সংস্থার ঋণের পরিমাণ কমেছে ১৮%। আগামী দিনে টেলিকম সেক্টরকে নয়া দিশা দেখাতে অনুঘটকের কাজ করবে এই সিদ্ধান্ত।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X