জীবনের মোবাইল-ই কি দুর্নীতির যোগসূত্র? হদিশ পেতে জেসিবি ট্রাক্টর নিয়ে দিনভর তল্লাশিতে CBI

বাংলা হান্ট ডেস্ক : বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার (Jiban Krishna Saha) মোবাইল খুঁজতে গিয়ে কালঘাম ছুটছে কেন্দ্রীয় সংস্থার। পুকুরের মধ্যে লুকিয়ে থাকা জীবনের দ্বিতীয় মোবাইল খুঁজতে এবার জেসিবি (JCB) ডাকতে হল সিবিআইকে (CBI)। শুধু তাই নয়, এল ট্রাক্টর ট্রলিও!

সকাল থেকে জীবনের দ্বিতীয় মোবাইল পুকুরের কাদা-পাঁকের মধ্যে হন্যে হয়ে খুঁজছে শ্রমিকরা। সেই কাজ দেখতে চড়া রোদে হাপিত্যেশ করে দাঁড়িয়ে সিবিআই আধিকারিকরা। মোবাইল না পেলে জীবনের বাড়িও ছাড়তে পারছেন না তাঁরা। চৈত্র সংক্রান্তির দিন বেলা সাড়ে ১২টা নাগাদ আচমকাই জীবনকৃষ্ণের আন্দির বাড়িতে হানা দেন গোয়েন্দারা। নিয়োগ দুর্নীতি নিয়ে শুরু হয় ম্যারাথন জিজ্ঞাসাবাদ। কিন্তু তার মাঝেই আজব কাণ্ড ঘটিয়ে বসেন জীবন। নিজের দু’টি মোবাইল ফেলে দেন পুকুরে।

   

jibon 2

তারপর একদিকে চলে জীবনকে দফায় দফায় জেরা, অপরদিকে মোবাইল খোঁজার কাজ। প্রথমে পুকুরের জলে নেমে মোবাইলের খোঁজ শুরু করা হয়। কিন্তু তাতে সুবিধা হবে না বুঝেই পুকুরের জল ছেঁচে ফেলার কাজ শুরু করেন আধিকারিকরা।

৩৮ ঘণ্টা পর জল ছেঁচে, জীবনকে নিয়ে মোবাইল ছোড়ার ঘটনা পুনর্নির্মাণ করিয়ে একটি মোবাইল উদ্ধার হয়। কিন্তু এবার দ্বিতীয়টা? সেটা খুঁজতে সকাল থেকেই পুকুরের কাদা পাকে নামেন স্থানীয়রা। কিন্তু এখনও সেটা পাওয়া যায়নি। অবশেষে আনা হয় জেসিবি।

এই জেসিবি দিয়ে পুকুরের পাক তুলে পরিষ্কার করা হবে। তারপর সেখান থেকেই মোবাইল খুঁজে বের করার চেষ্টা করবেন সিবিআই আধিকারিকরা। এদিকে যত সময় যাচ্ছে ততই চিন্তা বাড়ছে তাঁদের। কারণ, মোবাইল থেকে প্রাপ্ত ডেটা উদ্ধার করা নিয়ে সংশয় বাড়ছে কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকদেরও।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর