বাংলা হান্ট ডেস্ক : অবশেষে তাঁর বাড়ি ছাড়লেন সিবিআই আধিকারিকরা (CBI) এরপরই বিস্ফোরক মন্তব্য করেন তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহা (Tapas Saha)। এদিন সকলে তাঁর বাড়ি থেকে বার হওয়ার পর ‘তাপস ঘনিষ্ঠ’ হিসেবে এলাকায় পরিচিত ইতি সরকারের বাড়িতে তল্লাশি শুরু করেছেন সিবিআই আধিকারিকরা। গোটা বাড়ি ঘিরে রাখা হয়েছে কড়া নিরাপত্তায়।
স্থানীয় সূত্রে খবর, ইতি সরকার তাপস সাহার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। কিন্তু, সরাসরি রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না তিনি। তাঁর শাশুড়ি সবিতা সরকার জানান, ‘আমাদের জিজ্ঞাসাবাদ করা করা হচ্ছে না। কাগজপত্র দেখছেন।’ তাপস সাহা দু’বার তাঁর বাড়িতে এসেছেন বলেও মেনে নেন তিনি। একবার নির্বাচনের সময়, অপরটি এলাকার একটি অনুষ্ঠানের সময়। সবিতা বলেন, ‘আমার বউমা রাজনীতি করতেন না। কোনও পদেও তিনি নেই। বিভিন্ন স্কুলে ইউনিফর্ম সাপ্লাই করেন।’
তাহলে তাঁর বাড়িতেই কেন সিবিআই তল্লাশি চালাচ্ছে? তা তাঁর জানা নেই এবং এই বিষয়ে বিস্তারিত মন্তব্য করতে পারেন তাঁর বউমা। শুক্রবার বিকেলে তাপস সাহার তেহট্টের বাড়িতে তল্লাশি অভিযান চালায় সিবিআই। শনিবার সকালে তাঁর বাড়ি ছাড়েন আধিকারিকরা। এরপরই তাপস সাহা বলেন, ‘নিট ফল জিরো। আমার বাড়ি, অফিস, যে কলেজের সভাপতি সেখানেও তল্লাশি চালায়। কিছু পাওয়া যায়নি।’
এদিকে, তাপস সাহার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন তৃণমূলের জেলা পরিষদ সদস্যা টিনা ভৌমিক সাহা। দলের একাংশের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তুলেছিলেন তাপস। টিনার বিরুদ্ধেও তাপস অভিযোগ তোলেন। সেই প্রসঙ্গে টিনা বলেন, ‘মনে হয় তাপস সাহা মানসিক ভারসাম্য হারিয়েছেন। আদালতে তিনি সময় পেয়েছিলেন। কোর্টে তিনি সময় পেয়েছিলেন নিজেকে নিরপরাধ প্রমাণ করার। কিন্তু, তা না পেরে তিনি কখনও আমার নাম জড়াচ্ছেন, কখনও দিলীপ পোদ্দারের নাম জড়াচ্ছেন। আমি বা আমরা কেউ এত সময় তাঁর পেছনে দেব না। যে পাপ করেছে তাকেই পাপের বোঝা বইতে হবে।’
তৃণমূল নেত্রী আরও বলেন, ‘তিনি যদি প্রমাণ করতে পারেন যে নিরপরাধ তাহলে আমার থেকে খুশি কেউ হবে না।’ টিনা ভৌমিক সাহা বলেন, ‘কথায় কথায় মহিলাদের সম্পর্কে খারাপ সংলাপ বলেন তিনি। কখনও মাল, কখনও সাদা চামড়ার মহিলা। একজন জনপ্রতিনিধির কী ভাবে মহিলাদের সঙ্গে কী ভাবে আচরণ করা উচিত তা তিনি ভুলে গিয়েছেন।’ তাপস সাহার বিরুদ্ধে তৃণমূলের তরফে এখনও কোনও বিবৃতি দেওয়া হয়নি।