স্মল সেভিংস স্কিমে বাড়ছে সুদের হার! নতুন বছরে দারুণ উপহার মোদী সরকারের

বাংলাহান্ট ডেস্ক: রাত পোহালেই নতুন বছর শুরু হবে। এই নতুন বছরে দেশের সাধারণ মানুষকে একটি উপহার দিল নরেন্দ্র মোদীর সরকার। খুচরো সঞ্চয়ের উপর সুদের হার বাড়িয়ে (Interest Rate Increase) দিল কেন্দ্র। অর্থাৎ এনএসসি, পোস্ট অফিসের টার্ম ডিপোজিট স্কিম এবং প্রবীণ নাগরিকদের সঞ্চয়ের স্কিমের উপর সুদের হার বাড়ছে। যদিও পাবলিক প্রভিডেন্ট ফান্ডের সুদের হারে কোনও বদল ঘোষণা করা হয়নি। ১ জানুয়ারি থেকেই নতুন সুদের হার কার্যকর করা হবে।

এই প্রসঙ্গে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের তরফে। জানুয়ারি থেকে মার্চের ত্রৈমাসিকে সুদের হার ০.২০ শতাংশ থেকে ১.১০ শতাংশে বাড়ানো হয়েছে। কয়েকটি সঞ্চয় স্কিমের উপর এই সুদের হার লাগু হবে বলে জানা গিয়েছে। যদিও পাবলিক প্রভিডেন্ট ফান্ড স্কিমের সুদের হার বদলাচ্ছে না। আগামী ত্রৈমাসিকেও ডিসেম্বরের ত্রৈমাসিকের মতোই ৭.১ শতাংশেই থাকছে সুদের হার।

Post office savings scheme

উল্লেখ্য, কৃষক বিকাশ পাত্রের সুদের হার বাড়িয়ে দিয়েছে কেন্দ্র।  ডিসেম্বরের ত্রৈমাসিকে ১২৩ মাস মেয়াদের স্কিমে ৭ শতাংশ সুদের হার মিলছিল। একই মেয়াদের জন্য আগামী মার্চের ত্রৈমাসিকে ৭.২ শতাংশ সুদের হার পাবেন উপভোক্তারা। যদিও একাধিক খুচরো সঞ্চয় প্রকল্পের সুদের হারে কোনও বদল আনেনি কেন্দ্র। 

পাবলিক প্রভিডেন্ট ফান্ড এবং সুকন্যা সমৃদ্ধি যোজনায় আগামী ত্রৈমাসিকে কোনও বদল আনা হয়নি। বাড়ির মেয়েদের জন্য চালু করা সুকন্যা সমৃদ্ধি যোজনার সুদের হার ৭.৬ শতাংশেই রাখা হয়েছে। এক থেকে পাঁচ বছর অবধি মেয়াদের পোস্ট অফিস টার্ম ডিপোজিট স্কিমের সুদের হার বাড়ানো হয়েছে। 

Post Office Saving Scheme

এছাড়াও প্রবীণ নাগরিকদের স্কিম, মাসিক রোজগার স্কিম এবং জাতীয় সঞ্চয় সার্টিফিকেট স্কিমের উপরও সুদের হার বাড়িয়েছে কেন্দ্র।  জাতীয় সঞ্চয় সার্টিফিকেট স্কিমের সুদের হার বর্তমানে ৬.৮ শতাংশ। আগামী ১ জানুয়ারি থেকে তা বেড়ে হতে চলেছে ৭ শতাংশ। 

Senior citizens savings scheme

প্রবীণ নাগরিকদের সঞ্চয় স্কিমের উপর এখন ৭.৬ শতাংশ হারে সুদ পাওয়া যায়। এটি বেড়ে হতে চলেছে ৮ শতাংশ। মাসিক রোজগার স্কিমের সুদের হারও ৬.৭ শতাংশ থেকে বেড়ে ৭.১ শতাংশ হতে চলেছে। এক থেকে পাঁচ বছর মেয়াদের পোস্ট অফিস টার্ম ডিপোজিট স্কিমে সুদের হার ১.১ শতাংশ বাড়ানো হবে।

প্রসঙ্গত, এর আগেও কয়েকটি খুচরো সঞ্চয় প্রকল্পের সুদের হার বাড়িয়েছিল কেন্দ্র। সে বার ০.৩০ বেসিস পয়েন্ট বেড়েছিল সুদের হার। প্রতি ত্রৈমাসিকে খুচরো সঞ্চয় প্রকল্পের সুদের হার পুনঃমূল্যায়ন করে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক। তার উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া হয়। 


Avatar
Subhraroop

সম্পর্কিত খবর