বাংলা হান্ট ডেস্কঃ করোনার বিরুদ্ধে কেন্দ্র এবং রাজ্যের তরফ থেকে একের পর এক সতর্ক বার্তা দেওয়া হচ্ছে। একেতেই গোটা দেশে অক্সিজেনের অভাব, আরেকদিকে দোসর হয়েছে হাসপাতালে বেডের অভাব। পরিস্থিতি মোকাবিলা করার জন্য যুদ্ধকালীন তৎপরতায় কাজ করা হচ্ছে কেন্দ্র এবং রাজ্য দুই সরকারের তরফ থেকেই। আর এবার কেন্দ্রের তরফ থেকে নতুন একটি বার্তা দেওয়া হল রাজ্য গুলিকে।
সোমবার কেন্দ্রের তরফ থেকে রাজ্য গুলিকে জানানো হয়েছে যে, হাসপাতালে বেডের সংখ্যার অভাব মেটাতে রাজ্যের হজ হাউসগুলিকে অস্থায়ী করোনা হাসপাতাল হিসেবে ব্যবহার করতে। কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রক থেকে এই কথা জানানো হয়েছে। সোমবার মন্ত্রকের সঙ্গে বৈঠকের পর বিভিন্ন রাজ্যের হজ কমিটিগুলির কার্যনির্বাহী আধিকারিকদের এই নির্দেশিকা পাঠান কেন্দ্রীয় মন্ত্রী মুখতার আব্বাস নকভি।
তবে এটাই প্রথম না, এর আগে গত বছরও দেশের বিভিন্ন হজ হাউসগুলিকে কোয়েরেন্টাইন সেন্টার হিসেবে ব্যবহৃত করা হয়েছিল। আর এবার হজ হাউসগুলিকে অস্থায়ী কোভিড হাসপাতাল বানানোর বার্তা দেওয়া হয়েছে। এখন দেখার বিষয় যে, এই বার্তা মেনে নেওয়া হয় কি না।