ভুলেও পরামর্শ দিতে যাবেন না এই ৪ ধরনের মানুষকে! বিপদ বাড়বে নিজেরই, বলছেন চাণক্য

Published On:

বাংলাহান্ট ডেস্ক : বিপদের সময় অনেকে আমাদের পরামর্শ দিয়ে থাকে। কোনও সমস্যায় পড়লে সেই সমস্যা থেকে কীভাবে মুক্তি মিলবে তার জন্য অনেকেই পরামর্শ দিয়ে থাকেন। আবার অনেকেই প্রিয় মানুষের বা কাছের মানুষের সেই সমস্যা দেখে নানা রকম পরামর্শ প্রদান করে থাকেন। তবে আচার্য চাণক্য (Chanakya) মনে করেন এমন কিছু মানুষ রয়েছেন যাদের কখনোই পরামর্শ দেওয়া উচিত নয়। এই ধরনের মানুষ যদি আপনার কাছে পরামর্শ চাইতে আসেন তাহলে তাদের পরামর্শ দেওয়া থেকে বিরত থাকুন।

পরামর্শ দেওয়ার ক্ষেত্রে চাণক্যের (Chanakya) মত

লোভী ব্যক্তিকে কখনোই পরামর্শ দেওয়া উচিত নয়। ভুল মানুষকে পরামর্শ দিলে নিজেই পড়তে পারেন বিপদে। লোভী মানুষেরা নিজেদের সুবিধার জন্য সবকিছু করতে পারে। এই ধরনের লোকেদের থেকে দূরত্ব বজায় রাখাই শ্রেয়।

আরোও পড়ুন : আর নয় জল্পনা! বিচ্ছেদের পথেই হাঁটলেন হার্দিক-নাতাশা, কার কাছে থাকবে পুত্র অগস্ত্য?

যারা ছোট ছোট বিষয় অন্যের প্রতি সন্দেহ করে তাদের কখনোই পরামর্শ দেবেন না। এই ধরনের মানুষদের পরামর্শ দিলে তারা মনে করবেন যে তাদের আপনি পরামর্শ দিচ্ছেন না বা তাদের কোনও কাজ করতে দিচ্ছেন না।

আরোও পড়ুন : PPF’এ প্রতি মাসে ৯ হাজার করে জমালেই লাখপতি? দেখে নিন কত টাকা পাবেন রিটার্ন

যে মানুষদের সঙ্গ খারাপ হয় বা ভালো বন্ধু নেই তাদের কখনোই পরামর্শ দেবেন না। আপনি তাদের যতই ভালো পরামর্শ দিন না কেন, তারা সর্বদা আপনাকে ভুল বুঝবে।

chanakya niti 3 1

অহংকারী মানুষদের কখনো পরামর্শ দেওয়া উচিত নয়। অহংকারী মানুষেরা মনে করেন তারাই সর্বশ্রেষ্ঠ। তারা সঠিকভাবে আপনার পরামর্শ গ্রহণ করবে না। তাদের কাছে নিজেদের মতামতই ঠিক মনে হবে।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X