বাংলা হান্ট নিউজ ডেস্ক: প্রকাশ্যে এলো চেতন শর্মার (Chetan Sharma) বিস্ফোরক ভিডিও। চিসিআইয়ের নির্বাচক মন্ডলীর বর্তমান প্রধান চেতন শর্মা, সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly) ও বিরাট কোহলি (Virat Kohli) সংক্রান্ত বিষয়ে এমন একটি মন্তব্য করেছেন যা ভারতীয় ক্রিকেটের গতিপথ এবার পাল্টে দিতে পারে। একটি সংবাদ মাধ্যমের দ্বারা চালনা করা স্ট্রিং অপারেশনে তার মুখ থেকে এমন কিছু তথ্য সামনে এসেছে যা নিয়ে আলোড়ন পড়ে গিয়েছে ভারতীয় ক্রিকেটে।
বিরাট কোহলি ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই জানিয়ে দিয়েছিলেন যে এই টুর্নামেন্টটি হতে চলেছে টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে তার শেষ অধ্যায়। কিন্তু তিনি একবারও বলেননি যে তিনি ওডিআই অধিনায়কত্ব ছাড়তে চান। কিন্তু ওই বিশ্বকাপে ভারতের হতশ্রী পারফরম্যান্সের পর বিরাট কোহলিকে ওডিআই অধিনায়ক হিসাবেও আর দেখতে চাননি নির্বাচকরা। এই ঘটনার পেছনে প্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের ইন্ধন রয়েছে বলে মন্তব্য করেছেন চেতন।
চেতন শর্মা জানিয়েছেন যে বিরাট কোহলি প্রকাশ্যে সৌরভ গঙ্গোপাধ্যায়কে তার অধিনায়কত্ব ছাড়ার ব্যাপারে কোন দোষ না দিলেও তিনি সৌরভকেই এই ঘটনার জন্য আসল দায়ী মনে করেন। সৌরভ এবং ব্রা বিরাট কোহলির মধ্যে ইগোর লড়াইয়ের কারণে বিরাট কোহলি অধিনায়কত্ব ছেড়েছিলেন। দক্ষিণ আফ্রিকা সফরের টেস্ট অধিনায়ক হিসেবে উড়ে যাওয়ার আগে বিরাট কোহলি ইচ্ছাকৃতভাবে মিডিয়ার সামনে অধিনায়কত্ব প্রসঙ্গ তুলে এনেছিলেন। সেখানে তিনি যদিও মিথ্যে বলেছিলেন কিন্তু সৌরভী তাকে এই অধিনায়কত্ব ছাড়ার ব্যাপারে ভেবে দেখার পরামর্শ দিয়েছিল।
তবে চেতন শর্মা আরো বলেছেন যে বিরাট কোহলি কে সরিয়ে রোহিত শর্মাকে অধিনায়ক করার কোনও পরিকল্পনা সৌরভের ছিল না। সৌরভ শুধু বিরাটকে অধিনায়ক হিসেবে দেখতে চান নি। সেই সঙ্গে বিরাট কোহলি এবং রোহিত শর্মার মধ্যে কোন ইগোর লড়াই নেই বলে জানিয়ে দিয়েছেন চেতন শর্মা। সেই সমস্ত ঘটনা মিডিয়ার তৈরি করা। কিন্তু বিরাট কোহলি ও সৌরভ গাঙ্গুলী সম্পর্কিত যে দাবি তিনি করেছেন তা যে আগামী কিছুদিন ঝড় তুলতে চলেছে ভারতীয় ক্রিকেটের তাতে কোন সন্দেহ নেই।
#WIONWorldExclusive#GameOver | "Sourav Ganguly (@SGanguly99) was against Virat Kohli (@imVkohli)": Chetan Sharma (@chetans1987) Chairman, Selection Committee, @BCCI, makes startling revelations
LIVE TV: https://t.co/OxEFGlf48N pic.twitter.com/VbOczRkVGN
— WION (@WIONews) February 14, 2023
প্রসঙ্গত টি-টোয়েন্টি বিশ্বকাপে খারাপ পারফরমেন্সের পর সৌরভ গাঙ্গুলী নিজে দাবী করেছিলেন যে তিনি বিরাট কোহলিকে অধিনায়কত্ব না ছাড়ার জন্য পরামর্শ দিয়েছিলেন। কিন্তু চেতন শর্মার সাম্প্রতিক এই বক্তব্য থেকে মনে হতে বাধ্য যে সৌরভ সম্পূর্ণ মিথ্যা কথা বলেছেন। বছর শেষে দক্ষিণ আফ্রিকা সফরে উড়ে যাওয়ার আগে বিরাট কোহলি ও সরাসরি জানিয়ে দিয়েছিলেন যে যখন তিনি অধিনায়কত্ব ছাড়ার কথা বলেছিলেন তখন কেউই তাকে ব্যক্তিগত স্তরে সিদ্ধান্তটি পুনঃবিবেচনা করে দেখতে বলেননি। অর্থাৎ পরোক্ষভাবে তিনি সৌরভকে মিথ্যাবাদী হিসেবে বুঝিয়ে দিয়েছিলেন। যদিও সেই নিয়ে মহারাজ পরবর্তীতে কোন মন্তব্য করেননি।