সন্তানদের বাঁচাতে বিষধর সাপের সঙ্গে লড়াই মুরগীর, ভাইরাল ভিডিও দেখে চোখে জল নেটিজনদের

বাংলাহান্ট ডেস্কঃ স্যোশাল মিডিয়ার এক ভাইরাল ভিডিও (viral video) প্রমাণ করে দিল, মা তো মাই হয়। তা সে রক্ত মাংসের মানবী মা হোক, কিংবা বন্যপ্রাণী। সন্তানকে আগলে রাখতে সর্বদা মৃত্যুর সঙ্গেও লড়াই করতে পিছপা হয় না মা। সন্তান কিসে ভালো থাকবে, তাদের কিসে ভালো হয়, সবসময়ই সন্তানের সুরক্ষার জন্য তাদের বুক দিয়ে আগলে রাখেন মা।

বর্তমান দিনে স্যোশাল মিডিয়ার দৌলতে আমরা নানা ধরণের ভাইরাল ভিডিও দেখতে পাই। যা কখনও আনন্দের, আবার কখনও ভয়ের। আবার এমন অনেক আবেগের মুহূর্তের ভাইরাল ভিডিও দেখে চোখের কোণ চিকচিক করে ওঠে নেটিজনদের। সেরকমই একটি আবেগের ভিডিও থাকল আপনাদের জন্য।

বন্যপ্রাণীদের মধ্যে সর্বদাই বেঁচে থাকার লড়াই চলে। খাদ্য খাদকের সম্পর্কে সর্বদাই, তাঁরা জীবন হাতে নিয়ে চলাফেরা করে। এই অবস্থায় এক মুরগী মা কিভাবে তাঁর সন্তানকে বাঁচানোর জন্য এক লাল রঙের কোবরা সাপের সঙ্গে লড়াই করল, সেই ভিডিওটাই নেটদুনিয়ায় তুমুল ভাইরাল হয়ে উঠল।

দেখে নিন সেই ভিডিও-

https://www.youtube.com/watch?v=nHugkFvxPlA

ভিডিওতে দেখা যাচ্ছে, একটি মুরগী তার ছানাদের সকলের নজর এড়িয়ে একটি বাস্কের মধ্যে রেখে দিয়েছে। কিন্তু কথা থেকে একটি লাল রঙের কোবরা সাপ সেই মুরগীর ছানাদের খাবারের লোভে সেখানে চলে আসে। এরপর শুরু হয় মুরগী মায়ের সঙ্গে সেই সাপের লড়াই।

নিজেদের সন্তানদের বাঁচাতে নিজের প্রাণ তুচ্ছ করতেও দ্বিতীয়বার ভাবেনি মুরগী মা। ছানাদের নিজের পালকের মধ্যে লুকিয়ে রেখে নিজেই জীবনের বাজি রেখে রুখে দাঁড়ায় সাপের সামনে। স্যোশাল মিডিয়ায় এক মায়ের তাঁর সন্তানদের বাঁচানোর এই আবেগের মুহূর্তের ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায়।

Smita Hari

সম্পর্কিত খবর