‘স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশেই হামলা” ত্রিপুরা কাণ্ডে অমিত শাহের ঘাড়ে দোষ চাপালেন মুখ্যমন্ত্রী

বাংলা হান্ট ডেস্কঃ সোমবার আদিবাসী দিবস উপলক্ষ্যে ঝাড়গ্রাম যাওয়ার কথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর (mamata Banerjee)। আর তাঁর আগে তিনি SSKM-এ গিয়ে ত্রিপুরায় (Tripura) আহত নেতা-কর্মীদের সঙ্গে দেখা করেন। শনিবার ত্রিপুরায় তৃণমূলের যুব নেতা দেবাংশু ভট্টাচার্য, সুদীপ রাহা আর জয়া দত্তের উপর হামলার অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। এরপর সেই ঘটনার প্রতিবাদ করায় গ্রেফতার হয় ১৪ জন।

এই ঘটনার প্রতিবাদে রবিবারই ত্রিপুরায় যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে গিয়ে তিনি খোয়াই থানায় গিয়ে ধরনায় বসেন। এরপর আদালত থেকে জামিন পাওয়ার পর তাঁরা কলকাতায় ফিরে আসেন। কলকাতায় ফিরে আসার পর রাতেই আহত তৃণমূল নেতা-নেত্রীদের এসএসকেএমে ভর্তি করানো হয়। এরপরেই আজ সকালে তাঁদের সঙ্গে দেখা করতে যান মুখ্যমন্ত্রী।

এসএসকেএম থেকে মুখ্যমন্ত্রী বলেন, ‘আমাকে ঝাড়গ্রাম যেতে হবে, সময় নেই বেশি। সুদীপ, জয়া আর দেবাংশুদের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। ওঁরা পুলিশের সামনে দাঁড় করিয়ে এদের মেরেছে। থানায় নিয়ে গেছে, ৩৬ ঘণ্টা এদের কোনও চিকিৎসা করানো হয়নি। বিজেপি দানবের দল। ত্রিপুরায় অভিষেকের উপরেও যেভাবে আক্রমণ হয়েছে, সেটাও নিন্দনীয়। ছাত্রদের উপর হামলার বিরুদ্ধে পড়ুয়াদের গর্জে ওঠা উচিৎ।”

bbbkcbbb

মুখ্যমন্ত্রী আরও বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ মতই সব হয়েছে। ওনার নির্দেশ ছাড়া বিপ্লব দেবের এত সাহস নেই। ওই দিন বুলেট প্রুফ গাড়ি না থাকলে অভিষেকের মাথা গুঁড়িয়ে যেত। ত্রিপুরা আমাদের প্রতিবেশী রাজ্য, সব দিক থেকেই সাহায্য করা হয়। ওঁরা যতই মারুক, আমরা জয় করবই।

Koushik Dutta

সম্পর্কিত খবর