কেন ফুরফুরা যাচ্ছেন মমতা? বড় কথা ‘ফাঁস’ করে দিলেন শুভেন্দু, শোরগোল শুরু

বাংলা হান্ট ডেস্কঃ বছর ঘুরলেই বাংলায় বিধানসভা নির্বাচন। তাই এই একটা বছর বঙ্গ রাজনীতিতে খুবই গুরুত্বপূর্ণ। আসন্ন নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই রণকৌশল তৈরিতে ব্যস্ত হয়ে পড়েছে রাজ্যের শাসক-বিরোধী দলগুলি। এরইমধ্যে আজ অর্থাৎ সোমবার  ফুরফুরা শরিফ যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ছাব্বিশের ভোটের আগে তাঁর ফুরফুরা সফর যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। মুখ্যমন্ত্রীর এই সফর প্রসঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) কটাক্ষ, ‘ভোট ব্যাঙ্কের জন্য যাচ্ছেন’।

ফুরফুরা সফর নিয়ে মুখ্যমন্ত্রীকে (Mamata Banerjee) কটাক্ষ শুভেন্দুর

জানা যাচ্ছে, আজ ফুরফুরা শরিফ গিয়ে পীরজাদাদের সঙ্গে বৈঠক করবেন মমতা (Mamata Banerjee)। প্রসঙ্গত সম্প্রতি রাজ্যের সংখ্যালঘুদের নিয়ে বিতর্কিত মন্তব্য করে শোরগোল ফেলে দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তারপরেই বিরোধীদের কড়া হুঁশিয়ারি দিয়ে সরব হয়েছিলেন তৃণমূলের হুমায়ুন কবীর ও সিদ্দিকুল্লা চৌধুরী। ইতিমধ্যে তাঁদের করা মন্তব্য ঘিরেও শুরু হয়েছে চর্চা। তবে এই বিষয়টি মোটেই ভাল ভাবে নেননি স্বয়ং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

সূত্রের খবর, এসবের,পাশাপাশি ফুরফুরার যাঁরা পীর রয়েছেন তাঁদের মনোভাব, বক্তব্য তথা সেখানকার উন্নয়ন নিয়েও আজ আলোচনা করতে পারেন মমতা (Mamata Banerjee)। প্রসঙ্গত রাজ্য সচিবালয়ে গিয়ে গত সোমবার মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছিলেন ভাঙড়ের বিধায়ক নওসাদ সিদ্দিকি। জানা যায় ঐদিন তাঁদের ২২ মিনিট কথা হয়েছিল। উল্লেখ্য, আগেও একবার নবান্নে গিয়েছিলেন ফুরফুরা শরিফের ছোট ভাইজান। তবে সেবার নাকি মুখ্যমন্ত্রীর সাথে তাঁর সাক্ষাৎ হয়নি।

নবান্ন গিয়ে মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) সাথে বৈঠক প্রসঙ্গে নওসাদ জানিয়েছিলেন রাজনৈতিক বোঝাপড়া নিয়ে নাকি কোনও কথাই হয়নি। তাঁর কথায়, ‘বিধানসভায় বলেছিলাম এমএলএ ল্যাডের টাকা পঞ্চায়েত সমিতি খরচ না করে ফেলে রাখছে। এরফলে ক্ষতি হচ্ছে সাধারণ মানুষেরই’ তিনি এই মর্মে অভিযোগ জানিয়েছিলেন মুখ্যমন্ত্রীর কাছে। নওসাদ নবান্ন যাওয়ার এক সপ্তাহের মাথায় আবার মমতার ফুরফুরা যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যেই ব্যাপক চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। জানা যাচ্ছে,আজ অর্থাৎ সোমবার বিকেলে ইফতারের পাশাপাশি প্রায় ৭০ জন পীরসাহেব ও পীরজাদার সঙ্গে কথা বলবেন তিনি।

আরও পড়ুন: নর্দমায় ফেলা হয়েছে মোবাইল, পোড়ানো হয়েছে ডায়েরি! নিয়োগ দুর্নীতিতে প্রমাণ লোপাট এই ‘হেভিওয়েটের’ নির্দেশে

অন্যদিকে এই সুযোগে মুখ্যমন্ত্রীর এই ফুরফুরা সফরকে হাতিয়ার করে আক্রমণ শানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একেবারে স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই এদিন মমতাকে আক্রমণ করলেন শুভেন্দু। তাঁর দাবি, বিধানসভা ভোটের আগে ভোট ব্যাঙ্ক নিয়ে রফা করতে প্রতিবারই তিনি নাকি সেখানে যান। তাঁর কথায়, ‘২০১৬ সালেও গেছিলেন। মাঝখানে পাঁচ বছর ফুরফুরার কথা, মুসলিমদের কথা ভুলে গেছিলেন। এখন আবার ভোট আসছে। তাই যাচ্ছেন। ২৬-এ ভোট আসছে, চাপে আছেন।’ এরপরেই রাজ্যের হিন্দু ভোটারদের উদ্দেশ্যে তাঁর পরামর্শ, ‘রাজ্যের হিন্দু ভোটার যাঁরা তৃণমূলকে ভোট দেন তাঁরা ফুরফুরার খবরে একটু নজর রাখবেন।’

Suvendu Adhikari will not attend the meeting if Mamata Banerjee is present

তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই শুভেন্দু দাবি করে এসেছেন বাংলার মুখ্যমন্ত্রী তোষণের রাজনীতি করেন। কিন্তু বিষয়টি ঠিক কিনা  সে প্রশ্নই এদিন পাল্টা সাংবাদিকদের উদ্দেশে ছুঁড়ে দিয়েছিলেন বিরোধী দলনেতা। পরে নওসাদকে কটাক্ষ করে তিনি বলেন, ‘ও যেদিন ডায়মন্ড হারবার ছেড়ে পালিয়েছে সেদিনই মানুষ বুঝে নিয়েছে এ টিএমসির বি টিম। শুধু টিভির ক্যামেরাতে থেকে দু-চারটে সভা করলে হবে না। ওকে মাঠে থাকতে হবে। ভোটের দিন ওয়ান ডে ম্যাচ, মাঠে থাকতে হবে।’

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর