ভারত “অপ্রতিরোধ্য” হয়ে উঠতেই চিনের দিন শেষ! সামনে এল চমকপ্রদ রিপোর্ট

বাংলা হান্ট ডেস্ক: মঙ্গলবার আমেরিকা (America) থেকে দু’টি গুরুত্বপূর্ণ রিপোর্ট সামনে এসেছে। যার মধ্যে ভারতের প্রসঙ্গে S&P-র একটি রিপোর্ট রয়েছে এবং অন্য রিপোর্টটি এসেছে Moody’s থেকে। যেখানে চিনের (China) অর্থনৈতিক অবস্থা সম্পর্কে তথ্য উপস্থাপিত করা হয়েছে। তবে, দু’টি রিপোর্টেই চিন বড় ধরণের ধাক্কা খেয়েছে। যেখানে Moody’s চিনের রেটিং “স্টেবল” থেকে নামিয়ে “নেগেটিভ” করেছে। অন্যদিকে, S&P ভারতের অর্থনৈতিক বৃদ্ধির প্রশংসা করেছে। শুধু তাই নয়, আগামী ৭ বছরে ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে বলেও ওই রিপোর্টে দাবি করা হয়েছে। এমতাবস্থায়, চলুন জেনে নেওয়া যাক ওই দুই রিপোর্টে ঠিক কি কি বলা রয়েছে।

প্রথমে Moody’s দিয়ে শুরু করা যাক: বিশ্ববিখ্যাত রেটিং এজেন্সি Moody’s চিন ও তার প্রেসিডেন্ট শি জিনপিংয়ের জন্য বিপদের ঘণ্টা বাজিয়েছে। Moody’s তাদের সর্বশেষ রিপোর্টে চিনের অর্থনীতিতে বড় ধাক্কার বিষয়টি তুলে ধরেছে। পাশাপাশি, এই এজেন্সি চিনের অর্থনৈতিক দৃষ্টিভঙ্গিকে স্থিতিশীল থেকে নেতিবাচক দিকে স্থানান্তর করেছে। উল্লেখ্য যে, চিন ইতিমধ্যেই তার ক্রমহ্রাসমান অর্থনৈতিক বৃদ্ধি নিয়ে অত্যন্ত চিন্তিত। এছাড়াও, সেখানকার রিয়েল এস্টেট সেক্টরও ক্রমাগত ভেঙে পড়ছে। এই পরিস্থিতির দ্রুত উন্নতি হওয়ারও কোনো সম্ভাবনা নেই।

China's day is over when India becomes "unstoppable"

এমন পরিস্থিতিতে, Moody’s চিনকে সামগ্রিকভাবে A1 রেটিং দিয়েছে। এদিকে, এজেন্সিটি আশঙ্কা প্রকাশ করেছে যে, চিনের প্রোপার্টি সেক্টর সমগ্র অর্থনীতির অনুপাতে ২০২১ সালে সম্পত্তি সংস্কারের আগের চেয়ে ছোট হবে। রিপোর্ট অনুযায়ী, ২০২৪ এবং ২০২৫ অর্থবর্ষে এটি ৪ শতাংশ হতে পারে বলে অনুমান করা হচ্ছে। যেখানে ২০২৬ থেকে ২০৩০ অর্থবর্ষ পর্যন্ত সেটি ৩.৮ শতাংশ পর্যন্ত থাকতে পারে।

আরও পড়ুন: এবার গোটা দেশে লক্ষ্মীর ভাণ্ডার, ভোটের আগেই বড় চমক কেন্দ্রের! এত টাকা পাবেন মহিলারা

চিনের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে ভারত: জানিয়ে রাখি যে, ভারতের অর্থনৈতিক গতি অত্যন্ত দ্রুত থাকার সম্ভাবনা রয়েছে। S&P-র সর্বশেষ রিপোর্ট অনুসারে, ২০৩০ সালের মধ্যে ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হতে পারে। এছাড়াও, ভারতের GDP ২০২৬-২৭ অর্থবর্ষে ৭ বিলিয়ন ডলারে পৌঁছতে পারে। এর অর্থ হল, আগামী কয়েক বছরে বিশ্বের অর্থনৈতিক মঞ্চে চিনের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে উঠবে ভারত।

আরও পড়ুন: বন্ধ হল কাজ! আচমকাই ভারতে থমকে গেল iPhone উৎপাদন, কারণ জানলে হুঁশ উড়বে সবার

ভারতের GDP কত হতে পারে: S&P-র রিপোর্ট গ্লোবাল ক্রেডিট আউটলুক ২০২৪: নিউ রিস্ক, নিউ প্লেবুক জানিয়েছে যে, চলতি অর্থবর্ষে অর্থাৎ ২০২৪-এর মার্চ পর্যন্ত দেশে GDP বৃদ্ধির হার ৬.৪ শতাংশ পর্যন্ত পৌঁছনোর অনুমান করা হয়েছে। ২০২৬ সালে এটি ৭ শতাংশে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। উল্লেখ্য যে, ২০২২-২৩ অর্থবর্ষে ভারতীয় অর্থনীতি ৭.২ শতাংশ হারে বৃদ্ধি পেয়েছে। এদিকে, জুন ও সেপ্টেম্বরের ত্রৈমাসিকে ভারতের GDP বৃদ্ধির হার ছিল যথাক্রমে ৭.৮ শতাংশ এবং ৭.৬ শতাংশ। S&P-র মতে, একটি শক্তিশালী লজিস্টিক পরিকাঠামো তৈরি করার বিষয়টি ভারতকে পরিষেবা-প্রধান অর্থনীতি থেকে উৎপাদন-প্রধান অর্থনীতিতে রূপান্তরিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর