বাংলা হান্ট নিউজ ডেস্ক: কিছুদিন আগেই জুরিখ ডায়মন্ড লিগে ট্রফি জয়ের মধ্যে দিয়ে এবারের মতো আন্তর্জাতিক মরসুম শেষ করে, টোকিও অলিম্পিকে স্বর্ণপদক বিজয়ী নীরজ চোপড়া আপাতত স্কাইডাইভিং এবং জেটবোটিং-এর মতো অ্যাডভেঞ্চার স্পোর্টস নিয়ে সুইজারল্যান্ডে সময় কাটাচ্ছেন। তার সঙ্গে তার খুঁড়তুতো ভাই, কোচ এবং কাকারা রয়েছেন। হরিয়ানার ২৩ বছর বয়সী তারকা সোশ্যাল মিডিয়ায় তার অ্যাডভেঞ্চার সম্পর্কে একাধিক পোস্ট করে চলেছেন ক্রমাগত।
ডায়মন্ড লিগ ট্রফি জয়ের পর নীরজ সাক্ষাৎকারে এসে আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন। তারকা ক্রীড়াবিদ বলেছিলেন, “সত্যি বলছি, অসাধারণ লাগছে। আমি সত্যিই আজ রাতে অনুভব করেছি যে আমিও বিশ্ব অ্যাথলেটিক্সের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং আমিও আমার পারফরম্যান্সের মধ্যে দিয়ে ক্রীড়াপ্রেমীদের খুশি করতে পারি।”
View this post on Instagram
তার কিছুদিন পরে অলিম্পিকে স্বর্ণপদক জয়ী জ্যাভলিন থ্রোয়ার নীরজ যে জ্যাভলিনটি ছুঁড়ে তিনি টোকিও অলিম্পিকে স্বর্ণপদক জয় নিশ্চিত করেছিলেন সেটিকে দান করেছিলেন লাওসনের অলিম্পিকে মিউজিয়াম কর্তৃপক্ষকে। গত রবিবার এই সিদ্ধান্তটি নিয়েছিলেন নীরজ। তার কীর্তি পরবর্তী প্রজন্মকে উৎসাহিত করবে বলে মন্তব্য করেছেন মিউজিয়াম কর্তৃপক্ষ।
সুইজারল্যান্ডের লাওসন শহরের এই অলিম্পিক মিউজিয়ামটি ক্রীড়া ও অলিম্পিক ইতিহাসের যাবতীয় ঐতিহাসিক আর্টিফ্যাক্ট সংগ্রহ করে রাখে। গোটা বিশ্বের ক্রীড়াপ্রেমী মানুষরা সুইটজারল্যান্ড গেলে এই বিশেষ মিউজিয়ামটিতে অবশ্যই একবার ঘুরে যান। প্রায় ১০,০০০ এমন ঐতিহাসিক ক্রীড়াসামগ্রী ওই মিউজিয়ামটিতে গচ্ছিত রয়েছে।
তবে যেভাবে ছুটি কাটাচ্ছেন নীরজ চোপড়া, তাতে একটা বিষয় একটু পরিস্কার হয়ে গেছে, যা তার ভক্তরা হয়তো খুব ভালোভাবে নাও নিতে পারেন। কিছুদিন পর থেকেই শুরু হতে চলেছে ৩৬ তম ন্যাশনাল গেমস। গুজরাটের মাটিতে অনুষ্ঠিত হবে এই মেগা আসর। খুব সম্ভবত সেই ন্যাশনাল গেমসে অংশগ্রহণ করতে পারবেন না নীরজ। ইউরোপে এখনও বেশ কিছুদিন ছুটি কাটাবেন তারকা ক্রীড়াবিদ। এই নিয়ে তাঁর ভক্তদের মধ্যে কিছুটা মিশ্র প্রতিক্রিয়া দেখা গেলেও দেশের নাম তিনি এতটাই উজ্জ্বল করেছেন অনেকেই মনে করছেন যে এই ফাঁকার সময়টা পাওয়ার তিনি যোগ্য।