ক্রিস গেইলকে বোলিং করতে কখনোই সমস্যায় পড়তে হয়নি, দাবি হরভজন সিংয়ের।

Published On:

ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যান ক্রিস গেইল যিনি ক্রিকেট বিশ্বে ক্যারিবিয়ান দ্বৈত নামে পরিচিত, যার সামনে পড়লে অনেক তাবড় তাবড় বোলারের ঘাম ছুটে যায়। যিনি ঠিকঠাক ফর্মে থাকলে যেকোনো বোলারের রাতের ঘুম উড়ে যেতে পারেন সেই ক্রিস গেইলকে বোলিং করতে নাকি কোনো দিন সমস্যায় পড়তে হয়নি ভারতীয় স্পিনার হরভজন সিং কে।

পাওয়ার প্লে তে ক্রিস গেইলকে বহুবার বোলিং করেছেন হরভজন সিং। সেই অভিজ্ঞতা থেকেই হারভজন সিং জানিয়েছেন ক্রিস গেইলকে যদি দ্রুত গতিতে বোলিং করা হয় তাহলে সে অনায়াসে দাঁড়িয়ে দাঁড়িয়ে লম্বা লম্বা ছক্কা মারতে পারেন। কিন্তু তাকে একটু স্লো গতিতে বল করলে ক্রিস গেইল স্টেপ আউট করে ছয় মারতে আসে, যেটা একেবারেই পছন্দ করেন না গেইল। আর তখনই গেইলকে আউট করার সবথেকে সঠিক সুযোগ।

অজি তারকা ওপেনার ডেভিড ওয়ার্নারের সাথে তুলনা করে হরভজন সিং বললেন ওয়ার্নার এমন একজন ব্যাটসম্যান যিনি মাঠের সব দিকে শট খেলতে পারেন কিন্তু গেইল সেটা পারেন না। সেই কারণে গেইলের থেকে ওয়ার্নারকে বোলিং করার সময় একটু বেশি বুদ্ধি প্রয়োগ করতে হবে বলে জানিয়ে দিলেন ভাজ্জি।

সম্পর্কিত খবর

X