‘একথা প্রধানমন্ত্রীর মুখে শোভা পায়?’ কী এমন বলেছেন মোদী? এবার সর্বসমক্ষে ‘ফাঁস’ মমতার!

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ সোমবার বাঁকুড়ায় নির্বাচনী সভা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তৃণমূলের দুই প্রার্থী অরূপ চক্রবর্তী এবং সুজাতা মণ্ডলের হয়ে প্রচারে বেরিয়েছেন তিনি। এদিনের সভা থেকে ফের প্রধানমন্ত্রীকে নিশানা করলেন তৃণমূল সুপ্রিমো। লোকসভা ভোটের আগে কেন্দ্রীয় এজেন্সির সঙ্গে বিজেপির ‘আঁতাত’ নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। আজ বাঁকুড়ায় দাঁড়িয়ে এই নিয়েই মোদীকে (Narendra Modi) তোপ দাগেন মমতা।

লোকসভা ভোটের (Lok Sabha Election 2024) আগে কেন্দ্রীয় এজেন্সির সক্রিয় হয়ে ওঠার অভিযোগ একাধিকবার শোনা গিয়েছে। গত ২-৩ বছরে জোড়াফুল শিবিরের একাধিক হেভিওয়েট গ্রেফতার হয়েছেন। সেই সঙ্গেই ঘটেছে সন্দেশখালি, ভূপতিনগরের ঘটনা। রবিবার তৃণমূল শিবিরের তরফ থেকে আবার ভূপতিনগর কাণ্ডে এনআইএ-বিজেপির (BJP) ‘আঁতাতে’র অভিযোগ আনা হয়েছে। আজ এনআইএ-র অপব্যবহারের অভিযোগ নিয়ে কমিশনে যাচ্ছে তৃণমূলের (TMC) প্রতিনিধি দল। ইতিমধ্যেই দিল্লির উদ্দেশে রওনা দিয়েছেন তাঁরা।

একদিকে ভূপতিনগর কাণ্ড নিয়ে উত্তপ্ত রাজনীতির ময়দান। অন্যদিকে এই নিয়ে সুর চড়ালেন মমতা। আজ বাঁকুড়ায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী বললেন, ৪ জুনের পর সবাইকে জেলে ভরবেন। প্রধানমন্ত্রীর মুখে একথা কি শোভা পায়?’ সম্পূর্ণ দেশকে এজেন্সি দিয়ে জেল বানিয়ে রাখা হয়েছে বলেও মন্তব্য করেন মমতা।

আরও পড়ুনঃ সরকারি কর্মীদের জন্য সুখবর! ভোটের আগে ফের DA বৃদ্ধির ঘোষণা মমতার! কবে থেকে বাড়ছে?

এদিন কড়া গলায় মুখ্যমন্ত্রী বলেন, ‘আপনার হুমকিকে আমরা ভয় পাই না। আমাদের কর্মীদের যদি গ্রেফতার করা হয় তাহলে তাঁদের স্ত্রীরা রাস্তায় নামবেন। পুলিশকে না জানিয়ে মধ্যরাতে মহিলাদের ওপর অত্যাচার করেছেন এনআইএ’।

এখানেই না থেমে মমতা বলেন, ‘দলকে চাঙ্গা করার জন্য আপনি হুঙ্কার দিচ্ছেন। আমিও তো চাইলে বলতে পারি ভোটের পর রাজ্যে আমাদের সরকার থাকবে, সবাইকে জেলে ভরব। তবে আমি একথা বলব না। মোদীর গ্যারান্টি হল জুন মাসের মধ্যে সবাইকে জেলে ভরা, আর আমাদের গ্যারান্টি হল মানুষের পাশে দাঁড়ানো’।

mamata banerjee narendra modi

এদিন দুর্নীতি ইস্যুতেই সুর চড়াতে দেখা যায় তৃণমূল সুপ্রিমোকে। তিনি বলেন, ‘দুর্নীতি নিয়ে মিথ্যে কথা বলছেন। প্রমাণ করুন। রাজস্থান, উত্তরপ্রদেশ থেকে কেন গরু আসে? আমরা তো চাই না আসুক’। সীমান্ত রক্ষার দায়িত্ব কেন্দ্রের এদিনে সভা থেকে তা স্মরণ করিয়ে দেন মুখ্যমন্ত্রী।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

X