বিজেপিতে যোগদান নিয়ে প্রথমবার মুখ খুললেন মুখ্যমন্ত্রীর ভাই, অস্বস্তি বাড়ল ব্যানার্জী পরিবার আর তৃণমূলে

বাংলা হান্ট ডেস্কঃ কালীঘাটের ব্যানার্জী পরিবারে পদ্ম ফোটানোর চ্যালেঞ্জ দিয়েছিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। উনি বলেছিলেন যে, বাবুসোনা রাম নবমী আসতে দাও, বাসন্তী পুজো আসতে দাও তোমার পরিবারেও পদ্ম ফোটাব। শুভেন্দু অধিকারীর এই মন্তব্যের পর রাজ্য রাজনীতিতে হইচই পড়ে গিয়েছিল। চারিদিকে গুঞ্জন উঠছিল যে, তাহলে কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপধ্যায়ের ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায় বিজেপিতে যেতে চলেছেন?

এবার এই প্রসঙ্গে প্রথমবার মুখ খুললেন মুখ্যমন্ত্রীর ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়। ওনার মন্তব্যের জেরে তৃণমূল তথা ব্যানার্জী পরিবারে অস্বস্তি বেড়েছে। বিজেপিতে যোগদানের প্রশ্নে সংবাদমাধ্যমের সামনে কার্তিকবাবু বলেন, ‘এখনো আমি এই বিষয়ে কোনও সিদ্ধান্ত নিইনি। তবে বিষয়টি আলোচনার স্তরে রয়েছে।” স্বভাবতই মুখ্যমন্ত্রীর ভাইয়ের এই জবাবে ঘোর অনিশ্চয়তা দেখা দিয়েছে তৃণমূলে।

বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই তৃণমূলের একের পর এক দুর্গে ফাটল ধরাচ্ছেন শুভেন্দু অধিকারী। গত রবিবার হাওড়ার ডুমুরজলা সভা থেকে দক্ষিণ ২৪ পরগনা এবং কলকাতায় তৃণমূলকে সাফ করার চ্যালেঞ্জও জানিয়েছিলেন তিনি। শুভেন্দু অধিকারী বলেছিলেন, ২০ ফেব্রুয়ারির মধ্যে তৃণমূল কোম্পানির পতাকা তোলার মতো কেউ থাকবে না। একই সঙ্গে তিনি বারবার মুখ্যমন্ত্রীর পরিবারেও পদ্ম ফোটানোর চ্যালেঞ্জ জানিয়ে আসছেন।

আরেকদিকে, আপাতত দলবদলের ঝাঁপ বন্ধ করে দিয়েছে বিজেপি। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের নির্দেশে এখন কাউকে তৃণমূল থেকে নেওয়া হবে না বলে জানিয়েছেন বিজেপির মহাসচিব কৈলাস বিজয়বর্গীয়। তিনি জানিয়েছেন, বিজেপিকে কোনোভাবেই তৃণমূলের বি-টিম হতে দেব না। তাই এখন দলবদলের পালা বন্ধ রাখা হবে। তবে, মুখ্যমন্ত্রীর ফ্যামিলিতে ভাঙন ধরানোর জন্য বিজেপি হালকা করে ঝাঁপ খোলে কিনা সেটাই দেখার বিষয়।


Koushik Dutta

সম্পর্কিত খবর