‘আমি ভীষণ বোল্ড, খুব স্ট্রং’! লন্ডন সফরের আবহেই ‘গণশত্রু’দের নিশানা! বিস্ফোরক মুখ্যমন্ত্রী

বাংলা হান্ট ডেস্কঃ শনিবার রাতেই কলকাতা থেকে রওনা দিয়েছিলেন। দুবাই বিমানবন্দর হয়ে আজ দুপুর ১২:৩০ নাগাদ (ভারতীয় সময় অনুযায়ী) লন্ডন (London Trip) পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেখানে একগুচ্ছ কর্মসূচি রয়েছে তাঁর। তবে এই সফরে যাওয়ার আগে নাম না করেই বিরোধীদের আক্রমণ করেছেন তিনি। ‘গোটা ভারতে তো বটেই, বিশেষ করে আমাদের রাজ্যে কিছু গণশত্রু রয়েছে’, দাবি করেন মুখ্যমন্ত্রী।

বাংলাকে অসম্মান না করার অনুরোধ মমতার (Mamata Banerjee)!

সপ্তাহখানেকব্যাপী লন্ডন সফরে যাওয়ার আগে নবান্ন (Nabanna) থেকে সাংবাদিক বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে তিনি দাবি করেন, বিদেশ সফরের প্রাক্কালে ইমেল পাঠিয়ে তাঁর নামে আজেবাজে কথা বলা হচ্ছে। মমতার কথায়, ‘কোনও নেতা যখন বাইরে যান, আমরা তাঁদের অসম্মান করি না। খারাপ কিছু লিখি না। তবে দুর্ভাগ্যজনক বিষয় হল, গোটা ভারতে তো বটেই, বিশেষ করে আমাদের রাজ্যে কিছু গণশত্রু রয়েছে… নোংরা খেলা খেলছে। ইমেল ও হোয়্যাটসঅ্যাপ গ্রুপের দ্বারা খসড়া তৈরি করে পাঠানো হচ্ছে’।

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এসব কিছুতে তাঁর কোনও সমস্যা নেই। বিরোধী হলেও, তাঁদের গণতান্ত্রিক অধিকার রয়েছে। মমতা (Mamata Banerjee) বলেন, ‘আমার কোনও দুঃখ নেই। শুরু থেকেই আমি অনেক লড়াই করেছি। তাঁরা আমার লড়াইয়ের কথা জানেন। আমি কাদের জন্য প্রায় মারা যাচ্ছিলাম। এদের জন্য, যারা চিঠি লিখছে, পাঠাচ্ছে… আমায় অসম্মান করুন, বাংলা মাকে অসম্মান করবেন না, বাংলার মাটিকে অসম্মান করবেন না। মানুষ এর জবাব আপনাদের অনেকবার দিয়েছে, আবার দেবে’।

আরও পড়ুনঃ অন্যায়ের প্রতিবাদ করায়…! এতদিনে মুখ খুললেন তিলোত্তমার মনস্তাত্ত্বিক কাউন্সিলর! ঘুরবে মামলার মোড়?

লন্ডন সফরে যাওয়ার আগে এই সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, সেন্ট জেভিয়ার্সের তরফ থেকে তাঁকে সাম্মানিক ডিলিট দেওয়া হয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয়ও দিয়েছে। তবে তিনি নিজের নামের আগে কখনও ‘ডক্টরেট’ ব্যবহার করেন না। মুখ্যমন্ত্রী বলেন, ‘যদি লেখাপড়া করে থাকি, যদি ভিখারিও হই, অতি সাধারণ হলেও …. আমি যদি বাংলা মিডিয়াম স্কুলে পড়ি। কিন্তু সাধারণ বলে অপমান করতে পারেন না। শিক্ষার অধিকার মানবিকতার, মানব সভ্যতার। শিক্ষা অসম্মান করতে শেখায় না। আমায় অসম্মান করতে গিয়ে আমার মাতৃভূমিকে অসম্মান করবেন না। আমার বিনীত অনুরোধ’।

Mamata Banerjee press conference Nabanna

এই সাংবাদিক বৈঠকে মমতা (Mamata Banerjee) নিজের বিষয়ে বলেন, ‘আমি ভীষণ বোল্ড, খুব স্ট্রং। আমার নিজের মধ্যে সেই আত্মবিশ্বাস রয়েছে। আমি শুধু গণশত্রুদের বিষয়ে জানিয়ে গেলাম’। মুখ্যমন্ত্রী এদিন আরও জানান, কেন্দ্রের থেকে ছাড়পত্র পেয়েই তিনি বিদেশ যাচ্ছেন। তিনি দেশের বাইরে থাকাকালীন রাজ্যে যাতে কোনও রকম সমস্যা না হয়, সবসময় যাতে তাঁর সঙ্গে যোগাযোগ বজায় রাখা হয়, সেই জন্য বিশেষ টাস্ক ফোর্স তৈরি করে দিয়েছেন মুখ্যমন্ত্রী।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর

)?$/gm,"$1")],{type:"text/javascript"}))}catch(e){d="data:text/javascript;base64,"+btoa(t.replace(/^(?:)?$/gm,"$1"))}return d}-->