বাংলা হান্ট ডেস্ক :কাঁচা আনাজ থেকে ফলমূলের দাম আকাশ ছোঁয়া। বিশেষ করে বুলবুলের তাণ্ডবের পর থেকে যেভাবে কয়েক দিনে লাগাতার হারে নিত্য প্রয়োজনীয় কাঁচা সব্জির দাম বেড়েছে তাতে মধ্যবিত্তের পক্ষে কেনা কার্যত দায় হয়ে দাঁড়িয়েছে। যদিও এই প্রথমবার নয় বুলবুলের অজুহাত দিলেও গত কয়েকমাস ধরে আনাজের দাম উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে তাই লাগাম ছাড়া বাজার দর নিয়ন্ত্রণে আনতে অবশেষে টাস্ক ফোর্স গঠন করল রাজ্য সরকার।
তাই তো জিনিসপত্র দামদর নিয়ন্ত্র আনতে বৃহস্পতিবার সন্ধ্যায় কড়া পদক্ষেপ নেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টাস্ক ফোর্সের সদস্যদের নিয়ে এ দিন নবান্নে জরুরি বৈঠকেটাস্ক ফোর্সের সদস্যদের পাশাপাশি পুলিশ দিয়ে বাজার নজরদারি করে দাম দর নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এ দিন সাংবাদিক বৈঠকে পেঁয়াজের দাম দর বৃদ্ধি নিয়ে কেন্দ্রীয় সরকারকে তোপ দাগতে ছাড়েনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এর পাশাপাশি আলুর দাম নিয়েও মুখ খুলেছেন তিনি। হেতু বুলবুল ঝড়ের কারণে এবং বৃষ্টির জেরে শীতের সবজি যেমন ফুলকপি বাঁধাকপি সহ অন্যান্য ফসল নষ্ট হয়েছে তাতে শীতের সব্জির দাম কয়েক দিনের মধ্যে বেলাগাম হারে চড়ে গিয়েছে, তাই এই ব্যাপারে বিশেষ নজর দেওয়া হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
তবে এক শ্রেণির ব্যবসায়ী ইচ্ছে করে বাজারে ফসলের দাম বৃদ্ধি করছে বলেও অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী তাই সেই সমস্ত ব্যবসায়ীদের দিকে বিশেষ করে নজর দেওয়ার নির্দেশ দিয়েছেন রাজ্য পুলিশের ডিজি কে। বাজারে অভিযান চালিয়ে সাত দিনের মধ্যে বাজার দর নিয়ন্ত্রণে আনার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।