বাংলাহান্ট ডেস্ক : আমাদের দেশের বহু মানুষ বিনিয়োগ করে থাকেন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে। এবার একটি বড় খবর উঠে আসছে পাবলিক প্রভিডেন্ট ফান্ড (Public Provident Fund), সুকন্যা সমৃদ্ধি যোজনা (Sukanya Samriddhi Account) এবং এনপিএসের (National Pension System) বিনিয়োগকারীদের জন্য।
যেসব বিনিয়োগকারীদের এই স্কিমগুলিতে অ্যাকাউন্ট রয়েছে, তারা যদি চলতি আর্থিক বছরে একবারও অর্থ জমা না দেন, তাহলে তাদের অ্যাকাউন্টটি বন্ধ হয়ে যেতে পারে। ন্যূনতম বার্ষিক আমানত অ্যাকাউন্টগুলিতে জমা না করলে ফ্রিজ করে দেওয়া হতে পারে আপনার ক্ষুদ্র সঞ্চয় অ্যাকাউন্ট। সে ক্ষেত্রে আপনার জন্য সময় আছে আগামী ৩১শে মার্চ পর্যন্ত।
আরোও পড়ুন : নজরে মালদ্বীপ, এ বার লক্ষদ্বীপে যাচ্ছে ‘জটায়ু’, তৈরি হবে নয়া নৌ ঘাঁটি
৩১ শে মার্চের মধ্যে টাকা জমা না করলে বন্ধ হয়ে যেতে পারে অ্যাকাউন্ট। যদি সময় মতো আপনারা টাকা ডিপোজিট না করেন তাহলে ধার্য হতে পারে জরিমানা। পাশাপাশি বঞ্চিত হতে পারেন কর সঞ্চয় থেকে। প্রতি আর্থিক বছরের ৩১ শে মার্চ পিপিএফ, এনপিএস এবং সুকন্যা সমৃদ্ধি যোজনায় ন্যূনতম টাকা জমা দেওয়ার শেষ তারিখ।
আরোও পড়ুন : চাপের মুখে নিত্যযাত্রীরা! সপ্তাহন্তে বহু ট্রেন বন্ধ শিয়ালদা লাইনে, দুর্ভোগ এড়াতে আগেভাগেই দেখুন তালিকা
পাবলিক প্রভিডেন্ট ফান্ড রুলস ২০১৯ অনুযায়ী, প্রতি আর্থিক বর্ষে ন্যূনতম ৫০০ টাকা জমা করতে হয় পিপিএফ অ্যাকাউন্ট হোল্ডারদের। যদি ন্যূনতম অর্থ আর্থিক বছরে জমা না দেওয়া হয় তাহলে বন্ধ হয়ে যাবে পিপিএফ অ্যাকাউন্ট। ঋণ এবং আংশিক প্রত্যাহার সুবিধা পাওয়া যাবে না অ্যাকাউন্ট যদি বন্ধ হয়ে যায়।
এই ধরনের একটি অ্যাকাউন্ট যদি বন্ধ হয়ে যায়, তাহলে আপনারা অন্য অ্যাকাউন্ট খুলতে পারবেন না। অ্যাকাউন্ট পুনরায় চালু করার জন্য জরিমানা দিতে হবে। সুকন্যা সমৃদ্ধি যোজনায় একটি আর্থিক বছরে নূন্যতম ২৫০ টাকা জমা করতে হয়। অ্যাকাউন্টটি ডিফল্ট হিসাবে চিহ্নিত হবে যদি নূন্যতম টাকা জমা না দেওয়া হয়। সেক্ষেত্রে অ্যাকাউন্ট পুনরায় চালু করার জন্য ৫০ টাকা জরিমানা দিতে হবে গ্রাহককে।