DA নিয়ে গড়িমসি! রাজ্যের বিরুদ্ধে দায়েল হল আদালত অমাননার মামলা

বাংলাহান্ট ডেস্ক : ডিএ মামলা নিয়ে বেশ বিপাকে পড়লো রাজ্য সরকার। রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘভাতা (DA) মামলায় রাজ্য সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা (Contempt Of Court) দায়ের হল কলকাতা হাইকোর্টে (High Court)।

হাইকোর্ট আগেই নির্দেশ দেয় তিন মাসের মধ্যে সমস্ত বকেয়া ডিএ শোধ করতে হবে। গত মে মাসে এই রায় দেয় দেয় কলকাতা হাইকোর্ট। গত ১৯ অগস্ট সেই তিন মাসের সময়সীমাও পেরিয়ে গেছে। এবার সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের হল।

তবে রাজ্য সরকার ওই নির্দেশ পুনর্বিবেচনার জন্য আদালতে রিভিউ পিটিশন দাখিল করেছে বলে জানা যাচ্ছে। তা গ্রহণও করেছে আদালত। আগামী ২৯ অগস্ট সেই মামলার শুনানি হওয়ার কথা। তবে রাজ্য সরকারি কর্মচারীদের দাবি, ওই মামলার প্রতিলিপি সংগঠনগুলিকে দেওয়া হয়নি। কনফেডারেশন অফ স্টেট গভার্মেন্ট এমপ্লয়ি এই মামলা দায়ের করেছে বলে খবর। বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ মামলাটি গ্রহণ করেছে। আগামী বুধবার ২৪ অগস্ট এই মামলার শুনানি হবে হাইকোর্টে।

8 1473417493

পঞ্চম বেতন কমিশনের সুপারিশ অনুসারে রাজ্যের সরকারি কর্মচারীদের বাকি থাকা ডিএ-র ৩২ শতাংশ মেটানোর দাবি জানিয়ে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে মামলা করে কর্মচারীদের সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্মেন্ট এমপ্লয়িজ। এই বিষয় নিয়েই দীর্ঘদিনের আইনি লড়াই চলে সরকার ও সংগঠনের মধ্যে।

স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল, কর্মীদের বকেয়া মিটিয়ে দেওয়ার নির্দেশ দেয়। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে উপস্থিত হয় রাজ্য সরকার। যদিও রাজ্য সরকার হাইকোর্টেও ধাক্কা খায়। স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের নির্দেশ বহাল রাখে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। গত ১১ অগস্ট সেই রায়ের পুনর্বিবেচনার আর্জি জানানো হয়। দু’দিন আগেই তা গ্রহণ করে হাইকোর্ট। পুনর্বিবেচনার ফল হাতে আসার আগেই আদালত অবমাননার মামলা দায়ের হলো হাইকোর্টে। যদিও এখনও পর্যন্ত রাজ্য সরকারের তরফ থেকে এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


Sudipto

সম্পর্কিত খবর