বাংলাহান্ট ডেস্কঃ পাকিস্তানে (Pakistan) ক্রমশই করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে। এক সূত্র মারফত জানা যায়, শুধুমাত্র লাহোরেই করোনা সংক্রমিতদের সংখ্যা সাড়ে ৬ লক্ষেরও বেশি হতে পারে। এমনকি শোনা গিয়েছে, দেশের পাঞ্জাব প্রান্তের জনগণ এক মাসের জন্য লকডাউন জারী করার অনুরোধ জানিয়েছিল, কিন্তু সরকার তা নাকচ করে দেয়।
সংবাদ সংস্থার রিপোর্ট অনুসারে, জনগণ সরকারের অসচেতনতার বিষয়ে সোচ্চার হয়। লাহোরে ১৫ ই মে পর্যন্ত করোনা মৃতের সংখ্যা ছিল ২৪৫। বর্তমানে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৬ লক্ষ ৭০ হাজার।
লকডাউনের দাবী মেনে নেয়নি পাক সরকার
জনগণের এই দাবীর কথা মার্চ মাসে করোনা ভাইরাসের সময় লকডাউন শিথিল করার সময় সামনে এসেছিল। তখন পাক সরকার ইমরান খান (Imran Khan) বলেছিলেন, ‘পাকিস্তানবাসিকে শিখতে হবে, ভাইরাসের সঙ্গে কিভাবে থাকতে হবে। কারণ লকডাউন কোন রোগের প্রতিষেধক নয়’।
স্বাস্থ্য বিভাগের আশঙ্কা সত্যি হচ্ছে
পাকিস্তানে যে হারে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে, তাতে করে পাক স্বাস্থ্য বিভাগ জানিয়েছিল, মে এবং জুন মাসের মধ্যে পাকিস্তানে করোনা সংক্রমিতদের সংখ্যা বহুগুণ বৃদ্ধি পাবে। ধীরে ধীরে এই আশঙ্কা সত্যি হতে চলেছে। স্বাস্থ্য বিভাগের রিপোর্টে এটাও সামনে এসেছে, যে শহর সম্পূর্ণ করোনা দ্বারা প্রভাবিত হয়ে গেছে।
সংক্রমিতদের সঠির সংখ্যা প্রকাশ করছে না পাক সরকার
সমগ্র বিশ্বের মতই ৫০ উর্দ্ধ ব্যক্তিরা এই ভাইরাসের দ্বারা বেশি আক্রান্ত হচ্ছে। এই সময় প্রশ্ন উঠছে, পাক সরকার কেন করোনা আক্রান্তদের সঠিক সংখ্যা প্রকাশ করছে না? এতদিন যাবত পাক সরকার জানিয়েছিল, পাকিস্তানে মোট করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ৭৩৮৬২, যার মধ্যে প্রায় ২৬০৮৩ জন ইতিমধ্যেই সুস্থ হয়ে গেছেন। মারা গিয়েছেন প্রায় ১৫০৬৫ জন। স্বাস্থ্য বিভাগ জানাচ্ছে, যে হারে পাকিস্তানে করোনা সংক্রমিতদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, তাতে করে সরকারের উচিত সঠিক আক্রান্তদের সংখ্যা প্রকাশ করা।