ব্রেকিং খবর- করোনা ভাইরাসের জেরে মৃত্যু হল দমদমের বাসিন্দা, বাংলায় প্রথম !

Published On:

বাংলা হান্ট ডেস্ক– ভারতবর্ষে প্রায় ৩৫০বেশি মানুষ নোবেল করোনা আক্রান্ত সংখ্যা এবং এই মুহূর্তে ৮ জন বাংলায় নোবেল কোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ভারতে।

৫৫বছরের দমদমের এক ব্যক্তির তিনি বেশ কিছুদিন আগে বাইরে গেছিলেন তারপর বিধাননগরে আমরিতে ভর্তি ছিলেন। দীর্ঘ লড়াইয়ের পর আজ চারটের সময় তার মৃত্যু হয় বলে হাসপাতাল সূত্রে খবর। প্রাথমিকভাবে জানা গেছে মৃত্যুর কারণ তার শরীরেও করোনা পজিটিভ ছিল।

দীর্ঘ চিকিৎসার পর তাকে ভেন্টিলেশনে রাখা হয় কিন্তু দিন দিন তার শরীরের অবনতি লক্ষ্য করা যায়। আজ তিনি নোবেল কোন আক্রান্ত হয়ে মারা গেলেন। বাংলায় এই প্রথম। ইতিমধ্যে এই বিষয়ে সতর্কতা জারি করেছে নবান্ন।

নবান্ন সূত্রে খবর যাতে আর কোন মানুষ আক্রান্ত না হয় সেই বিষয়ে নজর দেওয়া হচ্ছে। এবং দমদমে যে ব্যক্তির নোবেল করো না আক্রান্ত হয়েছিলেন তাঁর চারপাশের স্বাস্থ্য দপ্তর ঘিরে রেখেছে এখন দেখার বিষয় আর কোন ব্যাক্তির করোনা ভাইরাসে অাক্রন্ত হয় কি না

মৃতের পরিবারকে মৃতদেহ দেওয়া হবে না বলে জানিয়েছেন হাসপাতাল কতৃপক্ষ। ইতিমধ্যে সব রাজনৈতিক দল নিয়ে নবান্নে বৈঠক করছেন মমতা ব্যানার্জী।

সম্পর্কিত খবর

X