ভারতে করোনা আক্রান্ত চারশো ছাড়িয়ে গেছে। আর এরমধ্যে পরিস্থিতি যতদিন এগোচ্ছে ততোই যেন আরো খারাপ হচ্ছে। এখন, সরকার যখন জনগণকে সচেতন করার জন্য প্রয়োজনীয় প্রচেষ্টা চালাচ্ছে । দেশের গবেষকরা করোনার ভাইরাসের বিরুদ্ধে এতদিন ধরে একটা কঠিন লড়াই চালিয়ে আসছিলো তবে এবার তারা সফল হয়েছেন। দিল্লি আইআইটির গবেষকরা করোনা ভাইরাস পরীক্ষা করার জন্য খুব সস্তা এবং সম্পূর্ণ সঠিক পদ্ধতি তৈরি করেছেন। এই পদ্ধতিটি কেবল সস্তা নয়, এটি বিদ্যমান প্রযুক্তির চেয়েও সহজ হিসাবে বর্ণনা করা হচ্ছে। ইতি মধ্যে দেশে করোনার ক্রমবর্ধমান মামলার পরিপ্রেক্ষিতে অনেক রাজ্য এবং জেলায় তালাবন্ধ হতে বসেছে।
আর ইতিমধ্যে ভারতের সব রাজ্যে আজ থেকে শুরু হতে চলছে লকডাউন। দিল্লিতেও 31 মার্চ পর্যন্ত লকডাউন রয়েছে। যদিও ভারতে করোনাতে সবথেকে বেশী আক্রমণ হয়েছে মহারাষ্ট্রে. দেখতে গেলে বলা যেতে পারে সংক্রমণের সবচেয়ে বেশি সংখ্যক মামলা রয়েছে এই মুম্বাইতে ।
সরকার এটিকে একটি বেসরকারী ল্যাবটিতে পরীক্ষা করার অনুমতিও দিয়েছিল এবং পরিষ্কার নির্দেশ দিয়েছিল যে করোনার পরীক্ষার ব্যয় 4500 টাকার বেশি হতে পারে না। কারণ অনেক জায়গায় এই খরচ এতো বয়সাপেক্ষ হয়ে উঠেছে তাতে অসুবিধায় পড়তে চলছে অনেক। আইআইটি দিল্লির গবেষকরাও সবচেয়ে সস্তা করোনার কিট তৈরি করেছেন। এর আগেও চীন, আমেরিকা এবং কোরিয়া অনেক জায়গায় এই কীট বানানো হয়েছে। তবে সেগুলি এত সস্তা ও উন্নত মানের নয়।
The researchers of @iitdelhi have developed a method to detect #COVID19 which can significantly reduce the test cost making it affordable.
The National Institute of Virology, Pune is in the process of validating this test on clinical samples.
.
More: https://t.co/OCMxIXq46d
— Dr. Ramesh Pokhriyal Nishank (@DrRPNishank) March 22, 2020
আইআইটি দিল্লি (IIT Delhi) দাবি করেছে যে করোনার ভাইরাস তদন্তের জন্য এটি যে প্রযুক্তিটি বিকাশ করেছে তা খুব সস্তা এবং মানসম্পন্ন। আইআইটি পরিচালক এবং গবেষকদের দলের শীর্ষস্থানীয় অধ্যাপক বিবেকানন্দ পেরুমাল বেশকিছু সময় প্রয়াস চালানোর পর এই কার্যে সফল হয়েছেন।