বাংলা হান্ট ডেস্কঃ পঞ্চায়েত ভোট পূর্বে শাসকদল তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় আক্রমণ শানালেন সিপিএম নেতা (CPM Leader) মহম্মদ সেলিম (Md Salim)। রবিবার ভাটপাড়ায় বেংগল চটকল মজদুর ইউনিয়ন ৬৭ তম প্রকাশ্য সন্মলনে উপস্থিত ছিলেম সেলিম। সেখান থেকেই একের পর এক বিস্ফোরক মন্তব্য শোনা গেল বাম নেতার মুখে।
ঠিক কী কী বললেন সেলিম? এদিন প্রকাশ্য সভায় দাঁড়িয়ে মহম্মদ সেলিম বলেন, ‘আমরা বলছি আসল ভোট করো ওরা নকল ভোট করছে। আমরা বলছি পঞ্চায়েত ভোট করো ওরা নকল ভোট করে যাচ্ছে সব জায়গায়। মানুষ নকল ভোটের বদলে আসল ভোট করাবে’।
তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) নিশানা করে তিনি বলেন, “অভিষেকের আসল টাকা কোথায়? “অভিষেকের কোটি কোটি টাকা কোথায়? শালির কাছে? শাশুড়ীর কাছে?”
এরপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তোপ দেগে সেলিম বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় চুরি বন্ধ করতে পারছে না! এদিকে কেরালা স্টোরি বন্ধ করে দিচ্ছে।‘ এখানেই থেমে থাকেননি সিপিএম নেতা। এরপর তার মুখে উঠে আসে প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান প্রসঙ্গ।
সে দেশের বর্তমান পরিস্থিতি ও ইমরান প্রসঙ্গ তুলে সেলিম বলেন, ‘ইমারান কে যে অন্যায় ভাবে গ্রেফতার করা হয়েছে তা পাকিস্তানের সুপ্রিম কোর্টই রায় দিয়েছে। কিন্তু পাকিস্তানের সুপ্রিম কোর্ট দেশের সরকারে বিরুদ্ধে রায় দেয়। আমাদের হাইকোর্টও রাজ্য সরকারের বিরুদ্ধে রায় দেয়। তবে আমাদের সুপ্রিম কোর্টেরও এইরকম সাহস সঞ্চার করা উচিত।’ সেলিমের এই মন্তব্যের পর যথেষ্টই সমালোচনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।