বাংলা হান্ট ডেস্ক : ফের সমবায়ে বামের জজয়কার! আরও একবার লাল আবিরে রাঙা হল আকাশ। গাইঘাটায় (Gaighata) একটি সমবায় সমিতিতে বিপুল ভোটে জয়লাভ করল সিপিএম (CPIM)। বামেদের কাছে গোহারা হারল শাসকদল তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)।
৫১ টি আসন বিশিষ্ট উত্তর ২৪ পরগনার গাইঘাটা ব্লকের ডুমা এসএস প্রাইমারি কো-অপারেটিভ এগ্রিল ক্রেডিট সমিতি। এই সমতির ভোটেই লালে লাল। গতকাল রবিবার ওই সমবায় সমিতিতে নির্বাচন হয়। প্রার্থী দিয়েছিল তৃণমূল ও বামেরা। তবে কোনও প্রার্থী দেয়নি বিজেপি। অর্থাৎ ফাইট ছিল লাল-সবুজে।
এদিন নির্বাচনের ফলাফল সামনে আসতেই দেখা যায় মোট ৫১ টি আসনের মধ্যে ৪০ টি আসনই গিয়েছে বামেদের ঝুলিতে। তৃণমূল পেয়েছে মাত্র ১১ টি আসন। স্বাভাবিকভাবেই লোকসভা ভোটের আগে সমবায়ের এই ভালো ফল নিঃসন্দেহে অক্সিজেন যোগাবে বাম শিবিরকে।
আরও পড়ুন: ‘এজলাসে যদি গাইতে শুরু করেন…’, জাতীয় সঙ্গীত মামলায় রাজ্যকে ভর্ৎসনা হাই কোর্টের, স্বস্তিতে BJP
নদিয়া সহ একের পর এক সমবায়ে বামেদের দাপট কার্যত অব্যাহত। স্বাভাবিকভাবেই নিজেদের জয়ে আনন্দিত সিপিএম। উল্লেখ্য, পূর্বে নদিয়ার তাহেরপুর পুরসভা, পলাশিপাড়ার চাঁদেরঘাট সমবায়, তেহট্ট কৃষি উন্নয়ন সমবায়, তেহট্টের ধৌপট্ট কুষ্টিয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতিতেও জয় পায় বামেরা। এবার সেই তালিকাতেই জুড়লো গাইঘাটার নাম।
আরও পড়ুন: কাঁধে নিয়েছিলেন প্রচারের দায়িত্ব! ছত্তিশগড়ে BJP জিততেই শুভেন্দুকে কোন করে ধন্যবাদ রমন সিং-এর
প্রসঙ্গত, রবিবার তমলুকের নাইকুড়ি ব্লকের অন্তর্গত শ্রীরামপুর সমবায় কৃষি ঋণদান সমিতির ভোটের ফলাফল সামনে এসেছে। সেখানে অবশ্য শাসকের হাতে গিয়েছে ক্ষমতা। ১৩ টির আসনের সব কটিই দখল করেছে তৃণমূল। তবে তার ঠিক পরের দিনই গাইঘাটায় উলোটপুরান।