বড়সড় অমঙ্গলের ইঙ্গিত! এবার বলরাম-সুভদ্রার রথের চাকায় দেখা গেল ফাটল

বাংলাহান্ট ডেস্ক : একের পর এক ‘অঘটন’ ঘটছে পুরীর (Puri) জগন্নাথ মন্দিরে। রথযাত্রার (Rath Yatra) পরদিনই গুণ্ডিচা মন্দিরে ঢুকে প্রায় ২০টি উনুন ধ্বংস করে দিয়েছিল দুষ্কৃতীরা। এবার ভগবান বলরাম ও দেবী সুভদ্রার রথের চাকায় দেখা গেল ফাটল। হঠাৎ তৈরি হওয়া এই ফাটলকে ঘিরে আশঙ্কিত ভক্তকুল। অনেকে এই ঘটনাকে যথেষ্ট ‘অমঙ্গলজনক’ বলেই মনে করছেন।

কিভাবে হলো এই অঘটন?

পুরীর মন্দির কমিটি সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রথযাত্রা উৎসবের ‘দক্ষিণা মোদা’ রীতি পালন হওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই মন্দিরের পর্যবেক্ষণকারী দল বলরামের রথ তালধ্বজ ও সুভদ্রার রথ দর্পদলনার চাকায় ফাটল দেখতে পান। দর্পদলনার ‘বাদাউচুলা’ এবং তালধ্বজের ‘পিডিনাকাহা’ নামক দুটি চাকায় ফাটল ধরেছে। মন্দির কর্তৃপক্ষ জানায়, ওই দুই চাকায় লোহার পাত লাগানো হবে। রথযাত্রার অনুষ্ঠানের আগেই ভগবান জগন্নাথের রথ ‘নান্দীঘোষ’ রথের চাকাতেও সমস্যা দেখা গিয়েছিল। রাতারাতি সেই চাকা বদল করা হয়। সেখানেও লোহার পাত ব্যবহার করা হয়েছে বলেই জানা যাচ্ছে।

এর আগেও হয়েছে হামলা

গত শনিবারই গুণ্ডিচা মন্দির একদল দুষ্কৃতী ভাঙচুর চালায়। ২০ টি উনুন ভেঙে দেয়। কয়েক মাস আগেই পুরীর মন্দিরের রন্ধনশালায় হামলা চালিয়ে ৫০ টি উনুন ভেঙে দেওয়া হয়। পুলিশ ঘটনার তদন্ত করছে। কারা এই ঘটনার নেপথ্যে রয়েছে তাদের খোঁজে চলছে তল্লাশি। এখন বহু মানুষ রয়েছেন পুরীতে। জগন্নাথ দেবের উপাসনায় মগ্ন তাঁরা। এর মধ্যে যাতে বড়ো কোনও অঘটন না ঘটে সেদিকে কড়া নজর রাখছে প্রশাসন।

Sudipto

সম্পর্কিত খবর