শেষ ম্যাচেও দয়া দেখাননি এমবাপ্পে! এই লজ্জার রেকর্ড নিয়েই পিএসজি ছাড়লেন মেসি

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ লিওনেল মেসির (Lionel Messi) পিএসজি (PSG) কেরিয়ারটা এককথায় ব্যাখ্যা করতে গেলে সাধারণত লোকের মনে ‘হতাশাজনক’ শব্দটাই উঠে আসবে। ২০২১ সালে বার্সেলোনা যখন মেসিকে ধরে রাখতে ব্যর্থ হয় তখন পিএসজি তাকে ঈর্ষণীয় বেতনের বিনিময়ে দুই বছরের চুক্তিতে সই করিয়েছিল। সমর্থকদের মনে অনেক আশা ছিল যে ক্লাবকে প্রথমবার ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিততে সাহায্য করতে পারেন না আর্জেন্টাইন সুপারস্টার।

কিন্তু বাস্তবটা ছিল একেবারেই অন্যরকম। প্রথম মরশুমে ফ্রান্সের আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে পারেননি মেসি। মাত্র ৬ গোল করেছিলেন লিগে। যদিও এমবাপ্পে এবং নেইমারের মতো ফরোয়ার্ডদের সঙ্গে খেলায় মেসির অ্যাসিস্ট সংখ্যা বৃদ্ধি পেয়েছিল নাটকীয়ভাবে। কিন্তু চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে পেনাল্টি মিস করে খলনায়ক হয়েছিলেন লিও। ইউসিএলে হারের সাথে সাথে ফ্রেঞ্চ কাপও হাতছাড়া হয়েছিল পিএসজির। যদিও ফ্রেঞ্চ লিগ জিতে নিয়েছিল তারা।

messi psg

দ্বিতীয় মরশুমের শুরুটা অবশ্য ভালোভাবে হয়েছিল। গোল করে দলকে ফ্রেঞ্চ সুপার কাপ জিতিয়েছিলেন লিওনেল মেসি। গোলের পরিমাণও বৃদ্ধি পেয়েছিল। তার মধ্যেই মরশুমের মাঝপথে আয়োজিত বিশ্বকাপ জয়। কিন্তু চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে দ্বিতীয় স্থানে শেষ করে জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের মুখোমুখি হয়েছিল পিএসজি। আর জার্মান দৈত্যদের বিরুদ্ধে ম্যাচের মেসি ছিলেন সম্পূর্ণ নিষ্প্রভ।

এবারও চ্যাম্পিয়ন্স লিগে শেষ ১৬ পর্ব থেকে বিদায় নেওয়ার পাশাপাশি ফ্রেঞ্চ কাপের ফাইনালে পৌঁছতে ব্যর্থ হয় পিএসজি। লিগ ওয়ান জেতে মাত্র ১ পয়েন্টের ব্যবধানে। মেসিকে যে উদ্দেশ্য নিয়ে আনা হয়েছিল তা একেবারেই পূরণ হয়নি। পিএসজি জার্সিতে মেসি ৭৫ ম্যাচে ৩২ গোল ও ৩৫ অ্যাসিস্ট করেছেন। কিন্তু তার বেশিরভাগ গোল এবং অ্যাসিস্ট এসেছে অপেক্ষাকৃত দুর্বল দলগুলির বিরুদ্ধে।

শনিবার পিএসজি জার্সিতে শেষ ম্যাচে ক্লারমেন্ট ফুটের বিরুদ্ধে ম্যাচে ২-৩ ফলে হেরে মেসি নিজের পিএসজি কেরিয়ার শেষ করলেন। এবার তিনি বার্সেলোনায় ফিরবেন নাকি সৌদি আরব বা মেজর লিগ সকারে খেলতে যাবেন সেই সম্পর্কে এখনো কোনো স্পষ্ট ধারণা পাওয়া যায়নি। ওই ম্যাচে পিএসজি একটি পেনাল্টি পায় যেটা থেকে গোল করেন এমবাপ্পে। মেসির শেষ ম্যাচ হওয়া সত্ত্বেও তাকে পেনাল্টি থেকে গোল করার সুযোগ দেননি তিনি।

অপরদিকে এমবাপ্পের পাস থেকেই গোল করার একটি সুবর্ণ সুযোগ নষ্ট করেছিলেন লিও। ওই ম্যাচটি পিএসজি জার্সিতে শেষ ম্যাচ ছিল সার্জিও র‍্যামোসেরও। ডিফেন্ডার হয়েও তিনি একটি গোল করেছেন এই ম্যাচে। সমর্থকরা র‍্যামোসকে ধন্যবাদ জানান। কিন্তু ম্যাচ শেষে মেসির উদ্দেশ্যে
জোচ্চোর, ঠগ এমন নানা বিশেষণ প্রয়োগ করেন। এর আগে মেসির মতো এত বড় মাপের কোনও ফুটবলারের কোনও ক্লাব থেকে বিদায়ী ম্যাচের শেষে এমন আচরণ সহ্য করতে হয়েছেন বলে মনে করতে পারছেন না ভক্তরা।

 


Reetabrata Deb

সম্পর্কিত খবর