মাত্র ২৪ ঘন্টায় বড়সড় বদল ঘটতে চলেছে আবহাওয়ার! বঙ্গোপসাগরে চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড়

Published On:

বাংলাহান্ট ডেস্ক : গত দুই মাসে তীব্র দাবদাহ দেখেছে গোটা পশ্চিমবঙ্গ। জুলাই মাসের শুরু থেকে কিছুটা বদলেছে আবহাওয়া। উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত হলেও দক্ষিণবঙ্গে অপেক্ষাকৃত কম বৃষ্টিপাত হচ্ছে। একই সাথে দক্ষিণবঙ্গে রয়েছে আর্দ্রতাজনিত অস্বস্তি। দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কম হওয়ায় বৃদ্ধি পাচ্ছে তাপমাত্রা।

তবে এই আবহে পূর্বাভাস পাওয়া যাচ্ছে যে আগামী ২৪ ঘন্টায় আচমকা পরিবর্তন হতে পারে তাপমাত্রার। ঘূর্ণিঝড়ের (Cyclone) ফের অশনি সংকেত পাওয়া যাচ্ছে বঙ্গোপসাগর থেকে। সূত্রের খবর, ফের একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হতে চলেছে বঙ্গোপসাগরে। অনুমান করা হচ্ছে চলতি মাসেই এই ঘূর্ণিঝড়টি আছড়ে পড়তে পারে বঙ্গোপসাগরের উপকূলে।

যদিও আবহাওয়া দপ্তর এই ঘূর্ণিঝড়ের ব্যাপারে এখনও কিছু জানায়নি। তবে হাওয়া অফিস জানিয়েছে যে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে, এর প্রভাবে দ্রুত পরিবর্তন হতে পারে আবহাওয়ার। আগামী পাঁচ দিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণাবর্তের ফলে। আইএমডি (IMD) জানিয়েছে, এই ঘূর্ণাবর্তটির অবস্থান পশ্চিম বঙ্গোপসাগরে।

অন্ধ্রপ্রদেশ এবং অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণাবর্তের ফলে। বঙ্গোপসাগরে তৈরি এই ঘূর্ণাবর্তটি ২৪ ঘন্টায় আরও শক্তিশালী রূপ ধারণ করবে। এরফলে অন্ধ্রপ্রদেশ ও ওড়িশায় বাড়বে বৃষ্টিপাতের পরিমাণ। তবে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের তেমন কোনও সম্ভাবনার কথা জানানো হয়নি।

আবহাওয়া দপ্তর শুধু এটাই বলেছে দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শনিবার পর্যন্ত। আবহাওয়া দপ্তর সূত্রের খবর, দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে আগামী শনি ও রবিবার। মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া এবং পূর্ব বর্ধমানে বৃষ্টিপাতের পরিমাণ আগামী শুক্রবার থেকে বৃদ্ধি পেতে পারে।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

X