বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আজ ভারতীয় দল (Indian Cricket Team) মাঠে নেমেছিল নিউজিল্যান্ডের বিরুদ্ধে (India vs New Zealand)। ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) টসেও জিতেছেন। টসে জিতে তিনি প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন। আর সেই সিদ্ধান্ত প্রথম দিকে একদমই সঠিক বলে মনে হচ্ছিল। কিন্তু প্রথম দশ ওভারের পর পরিস্থিতির পরিবর্তন হতে শুরু করে। রাঁচিন রবীন্দ্রকে সঙ্গে নিয়ে লড়াইটা ভারতের কোর্টে নিয়ে আসেন অভিজ্ঞ ড্যারেল মিচেল।
বাংলাদেশের বিরুদ্ধে অসাধারণ ব্যাটিং করে প্রাথমিক বিপর্যয় কাটিয়ে দলকে জয় এনে দিয়েছিলেন এবং নিজে অপরাজিত ছিলেন ৮৯ রান করে। ভারতের বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করতে হলেও কিছুটা সেই একই কাজ করলেন মিচেল। ১০০ বলে ৭ টি চার ও ৪ টি ছক্কা সহযোগে সেঞ্চুরি সম্পূর্ণ করলেন। ১৯ রানে ২ উইকেট হারানো কিউয়িদের এদিন দুর্দান্তভাবে লড়াইয়ে ফিরিয়ে আনেন তিনি।
এটি হচ্ছে চলতে বিশ্বকাপে ভারতীয় দলের বিরুদ্ধে করা প্রথম শতরান। অস্ট্রেলিয়া, আফগানিস্তান, পাকিস্তান বা বাংলাদেশের কোনও ব্যাটার এই কাজটা করে দেখাতে পারেননি। এর থেকেই বোঝা যায় ঠিক কতটা পরিকল্পনামাফিক ব্যাটিং করেছেন তিনি। তবে তিনি ভাগ্যকে এক ধন্যবাদ দিতে পারেন কারণ মিড অফে একবার তার সহজ ক্যাচ ফেলেছিলেন যশপ্রীত বুমরা।
তবে রোহিত শর্মা আজ বেশ কিছুটা চাপে ছিলেন সেটা তার অধিনায়কত্ব দেখেই বোঝা গিয়েছে। চোটের জন্য দলে নেই হার্দিক পান্ডিয়া। অর্থাৎ প্রয়োজনে একজন পরিবর্ত বোলারের অপশন হাত থেকে কমেছে। তাতেই বেশ অপরিকল্পিত বোলিং করেন তিনি এবং ৯ থেকে ৩৩ তম ওভার অবধি কোনও উইকেটে হারায়নি নিউজিল্যান্ড যে বিষয়টি তাদের বাড়তি অ্যাডভান্টেজ দিয়েছে।
আরও পড়ুন: রবীন্দ্র বনাম রবীন্দ্র যুদ্ধে ভারতকে হারালো নিউজিল্যান্ড! চাপে রোহিতের দল
ভারতীয় দল অন্যান্য দিন মাঝের ওভার গুলিতে নিয়মিত উইকেট তুলে অস্ট্রেলিয়া পাকিস্তানের মতো প্রতিপক্ষদের বিপাকে ফেলেছে। কিন্তু আজ ওই সময়ের মধ্যে বেশিরভাগটাই দেখা দিয়েছে নিউজল্যান্ডের দাপট।