গ্যাসের দাম কেন বাড়ছে, কবিতা লিখে জানিয়ে দিলেন দেবাংশু! খোঁচা দিলেন প্রধানমন্ত্রীকেও

বাংলাহান্ট ডেস্ক : লাফিয়ে লাফিয়ে বাড়ছে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম। একই সঙ্গে পাল্লা দিয়ে রান্নার গ্যাসের দামও অনেকটাই বেড়ে গিয়েছে। আরে মূল্যবৃদ্ধির জেরে রীতিমতো আমজনতার কপালে চিন্তার ভাঁজ করেছে। এবার মূল্যবৃদ্ধি নিয়ে বিজেপিকে আক্রমণ করলেন তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য। বুধবার গ্যাসের দাম ৫০ টাকা বৃদ্ধি পেতেই প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে কবিতা বানিয়ে ফেলেন তিনি। “মহারাষ্ট্রে MLA কিনতে ফুরিয়ে গিয়েছে টাকা, তাই গ্যাসের দাম আরও পঞ্চাশ বাড়িয়েছে মোদী কাকা!” লিখে সরাসরি আক্রমণ করেছেন নরেন্দ্র মোদীকে।

দেবাংশুর কথায়, “যদি সকাল বেলা ঘুম থেকে উঠে কোন কিছুর দাম বাড়েনি বা কেউ মারা যায়নি শুনতে হয় তাহলে খুব অবাক লাগে। মোদীজীর শাসনে আছি কিনা সন্দেহ হয়। পেট্রোল, ডিজেল , রান্নারগ্যাস, ডিম ,ওষুধ এসবের দাম বৃদ্ধিতে মানুষ অভ্যস্ত হয়ে যাওয়ার সাথে সাথে মূল্যবৃদ্ধি এখন খুব সাধারণ ঘটনা হয়ে গেছে।” কিন্তু মানুষের আয় বাড়েনি বরং খরচ বাড়ছে আর ব্যাংকের সুদ কমছে বলেও উল্লেখ করেন তৃণমূলের এই নেতা।

একই সাথে মহারাষ্ট্রে শিবসেনা সরকারের পতনের প্রসঙ্গে দেবাংশু বলেন, “মহারাষ্ট্রে সব নেতা মন্ত্রী কিনতে গিয়েই বিজেপি সব টাকা শেষ করে ফেলেছে।” এদিকে সামনেই লোকসভা নির্বাচন তাই মন্ত্রী কেনার টাকা সাধারণ মানুষের থেকে তোলার উদ্দেশ্যেই গ্যাসের দাম বাড়িয়ে টাকা তোলার চেষ্টা করছে বলেও গেরুয়া শিবিরের দিকে কটাক্ষ ছুঁড়ে দেন তিনি। এর পাশাপাশি দেবাংশু আরোও বলেন, “আগে তবু গ্যাসের ভর্তুকির কিছু টাকা আসতো। এখন আসে পাঁচ ছয় টাকা। কিছুদিন পর থেকে তাও আসবে না।”

একই সঙ্গে দেবাংশুর সংযোজন,” বিজেপি নেতারা শুধু হিন্দু-মুসলমান ভারত,পাকিস্তান করেই চলেছে। আসল বিষয় নিয়ে এদের চিন্তা নেই। সব দায় রাজ্য সরকারের ওপর চাপাতেই ব্যস্ত।” এছাড়াও তার কথায়, “কেউ কিছু প্রতিবাদ করলেই তাকে ধর্মের নামে ভুলিয়ে রাখা হচ্ছে। মানুষ কিন্তু বেশিদিন আর ভুলে থাকবেনা।” সব মিলিয়ে, তৃণমূলের এই যুব নেতা সোশ্যাল মিডিয়ায় কবিতার মধ্যে দিয়ে প্রধানমন্ত্রী তথা কেন্দ্রীয় সরকারকে যে একহাত নিয়েছেন একথা বলাই বাহুল্য।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর